দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমাদের সকলের বাসায় রয়েছে দরজা জানালা। দীর্ঘ সময় দরজা ব্যবহারের ফলে দুর্বল হয়ে যায় কিংবা ঢিলে ঢালা হয়ে যায়। আমরা চাইলে খুব সহজেই টুথপিক ব্যবহার করেই দরজা ঠিক করতে পারি!
ফ্ল্যাটে থাকা দরজা সমূহ খোলা বা বন্ধ করতে হয় অসংখ্য বার। বার বার খোলা বন্ধের কারণে এসব দরজার চৌকাঠ হয়ে যায় ঢিলে। দরজার ঢিলে চৌকাঠের সংযোগ ঠিক করতে কাঠ-শিল্পী ডাকলে তারা সামান্য কাজ করতেই ভালো মানের অর্থ খসিয়ে নিবে আপনার থেকে।
আপনি চাইলে খুব সহজেই আপনার ঢিলে হয়ে যাওয়া দরজা জানালা ঠিক করে নিতে পারেন। এর জন্য আপনার লাগবে কেবল দুটি জিনিস, এগুলো হচ্ছে স্ক্রু ড্রাইভার এবং কিছু টুথ পিক!
হ্যাঁ টুথ পিক! আমরা কাঠের তৈরি টুথপিক ব্যবহার করি আমাদের দাঁতের ময়লা পরিষ্কারের কাজে। এসব টুথপিক আজ আমরা ভিন্ন কাজে ব্যবহার করতে যাচ্ছি।
প্রথমে আপনি চিহ্নিত করুন আপনার বাসার কোন দরজা সমূহ ঠিক ভাবে বন্ধ বা খোলা যাচ্ছেনা। এর পরে ঐ সব দরজা খুলে এর যেখানে চৌকাঠের সাথে সংযোগ রয়েছে সেখানে খেয়াল করুন। ঠিক ভাবে খেয়াল করলে দেখতে পাবেন সেখানে এঙ্গেল সমূহের মাঝে কোথাও না কোথাও স্ক্রু ঢিল হয়ে গেছে। এতে বেড়িয়ে এসেছে দরজার সাথে চৌকাঠের সংযোগ। ফলে দরজা বন্ধ হতে বা খুলতে সমস্যা হচ্ছে।
আপনি এবার সমস্যা দেখা দেয়া ঐ স্ক্রু খুলে নিন স্ক্রু ড্রাইভার দিয়ে। ঠিক ভাবে অনেক সময় খুলে আসতে নাও পারে। যদি স্ত্রু জ্যাম থাকে সহজে না খুলে ৩০ মিনিট এতে তেল দিয়ে রাখুন। এর পর স্ক্রু ড্রাইভার দিয়ে খোলার চেষ্টা করুন।
স্ক্রু বাইরে বেরিয়ে এলে এতে থাকা মরিচিকা ভালভাবে পরিষ্কার করে নিন। এবার ঠিক যে স্ক্রু ছিদ্র থেকে আপনি স্ক্রু খুলে এনেছেন সেখানে একটি টুথপিক ঢোকান। এবার স্ক্রু ড্রাইভার দিয়ে স্ক্রু ভালো ভাবে টাইট দিন। টাইট দেয়ার পরে যদি দেখা যায় এটি এখনো কিছুটা ঢিলে তবে আবার স্ক্রু খুলে আরেকটি টুথপিক দিয়ে সেখানে আবার স্ক্রু টাইট দিন।
এবার দেখুন আপনার দামী চৌকাঠ পরিবর্তন না করেই দরজার সমস্যা সমাধান হয়ে গেল ছোট কিছু টুথপিক দিয়েই!
ধন্যবাদান্তেঃ Digitaltrends