নবজাত শিশুদের খাদ্যের কয়েকটি টিপস্‌

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ নবজাত শিশুকে কি কি খাদ্য দেওয়া উচিত সে সম্পর্কে আমাদের অনেকেরই অজানা। আজ জন্মের পর থেকে এক বছর বয়সী শিশুদের খাদ্য সম্পর্কে আলোচনা করা হলো।


নবজাত শিশুকে শাল দুধ দিতে হবে। অর্থাৎ জন্মের পর থেকেই ২/৩ দিনের মধ্যেই মায়ের বুকে যে ঘন হলুদ রংয়ের দুধ আসে তাই শাল দুধ। অনেকেই কুসংস্কারের বষে মায়ের এই শাল দুধ চিপে ফেলে দেন। এটা শিশুর জন্য রীতিমতো বঞ্ছনাকর। অথচ এই দুধে এমন কিছু উপাদান থাকে যা শিশুর দেহের রোগ-প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। শালদুধ শিশুর পেটের প্রথম কালচে সবুজ পায়খানা বের করতে সাহায্য করে এবং নবজাতের জণ্ডিসের মাত্রা কমায়।

জন্মের পর থেকে ৫ মাস বয়স

জন্মের পর থেকে ৫ মাস বয়স পর্যন্ত শুধুমাত্র মায়ের বুকের দুধ দিতে হবে। এই সময় অতিরিক্ত কোন খাদ্যের প্রয়োজন নেই। এমনকি এক ফোটা পানিও নয়। শিশু দিনে যতবার খেতে চায়, ততবার খেতে দিতে হবে। অর্থাৎ শিশু কাঁদলেই মায়ের বুকের দুধ খেতে দিতে হবে।

তবে খেয়াল রাখতে হবে শিশুরা যেনো বেশিক্ষণ অভুক্ত না থাকে। অর্থাৎ আড়াই থেকে তিন ঘণ্টার বেশি সময় শিশুকে অভুক্ত রাখা যাবে না। সেই হিসেবে ২৪ ঘণ্টায় অন্তত ৮ বার খাওয়াতে হবে।

Related Post

৫ মাস থেকে ১২ মাস পর্যন্ত

৫ মাস থেকে ১২ মাস অর্থাৎ এক বছর বয়স পর্যন্ত বুকের দুধের পাশাপাশি শিশুকে অন্যান্য খাবার শুরু করতে হবে। একে বলে উইনিং। এই সময় সুজি ও খিচুড়ি হলো শিশুদের জন্য উন্নত মানের খাবার। এই বয়সী শিশুর খাবার হবে:

# সকাল ৬টায় বুকের দুধ

# সকাল ৮টায়: সুজির হালুয়া, ডিম, বিস্কুট, পায়েস এবং সবজির সুপের যেকোন দুইটি খাবার দেওয়া যাবে। তবে এই সময় খাবারের সঙ্গে ফলের রসও দেওয়া যেতে পারে।

# সকাল ১১টায়: খিচুরির সঙ্গে ফলের রস ও দুধ দিতে পারেন।

# দুপুর ২টায়: নরম ভাত, সবজি, মাছ-মাংসের কলিজা এবং ডাল দিয়ে খিচুড়ি বানিয়ে দেওয়া যায়। কোন মসলা দেওয়া যাবে না। তবে পেঁয়াজ, রসুন ও আদা দেওয়া যাবে। খাওয়ারের পর পরই দুধ দেওয়া যাবে। শিশু যতটা খেতে চাই ততটা।

# বিকেল ৫টায়: সবজির সুপ, হালুয়া ও দুধ দিতে পারেন। সঙ্গে একটি ছোট কলা বা যে কোন ফল দিতে পারেন।

# রাত ৮টায়: নরম ভাত অথবা খিচুড়ি দিতে পারেন।

# রাত্রি ১০টায়: দুধ দিতে হবে। তাছাড়াও খিদে পেলে গভীর রাত পর্যন্তও মায়ের বুকের দুধ দেওয়া যেতে পারে।

This post was last modified on জানুয়ারী ২৪, ২০২২ 12:16 অপরাহ্ন

Laila Haque

Recent Posts

অফিসে এসি না থাকলে গরমে সারাদিন পরিশ্রম করে সুস্থ থাকবেন কীভাবে?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অনেক অফিসেই এসির ব্যবস্থা থাকে না। এসি না থাকলেও কাজ…

% দিন আগে

জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা: এক মহা দুর্যোগের শিকার এশিয়া

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ পুরো বিশ্বের জলবায়ুর সঙ্গে তুলনা করলে প্রথমেই উঠে আসে এশিয়ার…

% দিন আগে

এনার্জিপ্যাকের সঙ্গে চীনের আনহুই প্রাদেশিক গণ-কংগ্রেসের প্রতিনিধিদলের সাক্ষাৎ

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ চীনের আনহুই প্রাদেশিক গণ-কংগ্রেসের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল সম্প্রতি রাজধানীর তেজগাঁও…

% দিন আগে

জয়া এবার মা হচ্ছেন!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ জনপ্রিয়তার শিখরে আছেন অভিনেত্রী জয়া। দুই বাংলার জনপ্রিয় এই অভিনেত্রী…

% দিন আগে

মার্কিন পতাকা নামিয়ে ফিলিস্তিনি পতাকা উড়লো হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অবরুদ্ধ গাজায় ইসরাইলি গণহত্যার বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রে চলমান ক্যাম্পাস বিক্ষোভের…

% দিন আগে

বাংলা সাল যেভাবে এলো

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বৈশাখ এলে বাংলা সালের কথা আমাদের মনে পড়ে। আসলে এই…

% দিন আগে