দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বেশ কিছুদিন মালদ্বীপের সৈকতে দেখা যাচ্ছে অসংখ্য নিল আলো! এটি কোন মানুষের সৃষ্ট ঘটনা নয়, বিজ্ঞানিরা বলছেন প্রাকৃতিক ভাবেই আশ্চর্য জনক এই ঘটনা ঘটছে মালদ্বীপের সৈকতে!
চিকমিকে আলোর ঝলকানি দিচ্ছে মালদ্বীপের সৈকতে! বিষয়টা কি? আকাশের তাঁরা কি অবশেষে সৈকতে নেমে এলো কিনা! দেখতে ভিড় করছেন অসংখ্য পর্যটক। আসলে তা নয় এসব হচ্ছে অতি ক্ষুদ্র কিছু মিক্রস্কপিক অর্গানিস্ম্স, যাদের নাম Bioluminescent phytoplankton.
এসব Bioluminescent phytoplankton দিনের বেলা সৈকতের পানিকে লাল করে তুললেও রাতে এরা বিচ্ছুরণ করে নিল আলো! দিনের বেলা মালদ্বীপের সৈকতের পানির রঙ লাল হয়ে থাকে। বিশেষজ্ঞরা বলছেন এসব মালদ্বীপের Bioluminescent phytoplankton মানুষ সহ অন্যান্য প্রাণীদের জন্য অত্যন্ত বিষাক্ত হরমোন নির্গত করতে সক্ষম। মালদ্বীপের পরিবেশ গত তারতম্য হওয়ার কারণে সেখানে এই অণুজীবের বংশ বৃদ্ধি হয়েছে। দিনের বেলা মালদ্বীপের সৈকতের পানি লাল দেখতে। সেখানে সাঁতার কাঁটা কিংবা বিনোদন করতে পানিতে নামা অনেকটাই ঝুঁকির কাজ। রাতে আবার অবস্থা পালটে যায়। রাতের বেলায় এসব অণুজীবের শরীর থেকে নির্গত নিল আলোর চিকিমিকি মানুষের চিত্তকে বিমোহিত করবেই।
ভিডিও
এসব অণুজীব সামান্যতম আলোড়নে খুব দ্রুত সাড়াদেয় ফলে এদের শরীর থেকে নির্গত চিকমিকে নীল আলো সাগরের প্রতিটি ঢেউয়ে পরিবর্তিত হচ্ছে। চলুন নিচের স্লাইডে দেখে নিই আকাশের নিল আলো জমিনে নেমে এলে কেমন দেখায়!
সূত্রঃ Onebigphoto
বিশেষ ধন্যবাদেঃ উইকিপিডিয়া