দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভোরে ফজরের নামাজের পর আম বয়ানের মধ্যদিয়ে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। রবিবার আখেরী মোনাজাত।
ইজতেমার জন্য কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আজ টঙ্গীর তুরাগ তীরে ফজরের নামাজের পর আম বয়ান দিয়ে শুরু হয় মুসলিম জাহানের বৃহত্তর জমায়েত বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।
তাবলিগ জামায়াতের শীর্ষ আলেমদের বয়ান আর ইসলামের দাওয়াতি কাজ বিশ্বব্যাপী পৌঁছে দেওয়ার জন্য জামাতবদ্ধ হয়ে বিশ্বের প্রায় সব মুসলিম দেশ থেকেই আসা ধর্মপ্রাণ মুসলমানেরা এতে অংশ নিয়ে থাকেন। প্রতিবছরের মতো এবার প্রচুর মুসল্লির সমাগম ঘটেছে টঙ্গীর তুরাগ নদীর তীরে। আজ শুক্রবার অনুষ্ঠিত হবে বৃহত্তম জুমার নামাজ। হজ্বের পরেই অর্থাৎ দ্বিতীয় হজ্ব হিসেবে গণ্য করা হয় এই সমাবেশকে। কারণ হজ্বের পরেই সবচেয়ে বেশি বিশ্বের মুসলমানদের সমাগম ঘটে টঙ্গীর তুরাগ তীরে এই বিশ্ব ইজতেমায়।
প্রতিবারের ন্যায় অনুষ্ঠিত এবারের ইজতেমা হচ্ছে ৪৭তম বিশ্ব ইজতেমা। এবারো দুই পর্বে ইজতেমার কার্যক্রম চলবে। প্রথম পর্বে যোগ দিতে দেশ-বিদেশের লাখো ধর্মপ্রাণ মুসল্লি ইতিমধ্যে জড়ো হয়েছেন তুরাগ তীরে ইজতেমা ময়দানে।
পরশু রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমার প্রথম পর্যায় শেষ হবে। প্রথম পর্বে অংশ নিচ্ছেন দেশের ৩২টি জেলার মুসল্লিরা। আবার ৪ দিন বিরতি দিয়ে ৩১ জানুয়ারি শুরু হবে ইজতেমার দ্বিতীয় পর্ব। এতে আরো ৩২ জেলার মুসল্লিরা অংশ নেবেন। ২ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে সমাপ্ত হবে বিশ্ব তাবলিগ জামাতের বার্ষিক এই মহা সম্মেলন। ইজতেমা উপলক্ষে ব্যাপকভাবে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুলিশের পাশাপাশি র্যাবও নিরাপত্তা নিয়ন্ত্রণ করছেন। ইজতেমা উপলক্ষে বিশেষ ট্রেন ও বাসের ব্যবস্থা করা হয়েছে।
উল্লেখ্য, ১৯৪৬ সাল থেকে বাংলাদেশে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে। শুরুতে ইজতেমা হতো ঢাকার কাকরাইল মসজিদে। ১৯৪৮ সালে চট্টগ্রামের হাজি ক্যাম্পে এই ইজতেমা অনুষ্ঠিত হয়। এরপর ১৯৫৮ সালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ইজতেমা অনুষ্ঠিত হয়। পর্যায়ক্রমে ইজতেমায় মুসল্লি বাড়তে থাকায় ১৯৬৬ সালে টঙ্গীর তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমার আয়োজন করা হয়। তারপর থেকে প্রতি বছর এখানেই বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয়ে আসছে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে এই বিশ্ব ইজতেমায় অংশ গ্রহণ করেন লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মুসলমান।