The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

redporn sex videos porn movies black cock girl in blue bikini blowjobs in pov and wanks off.

মার্কিন সামরিক বাহিনীতে শীঘ্রই যুক্ত হবে রবোটিক গাড়িবহর!

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ সৈন্য বা মালামাল বহনে ব্যবহৃত গাড়ি বহর যুদ্ধক্ষেত্রে খুবি গুরুত্বপূর্ণ বিষয়। এবার সেই কথা মাথায় রেখেই আমেরিকার সৈন্য বাহিনীতে যুক্ত হচ্ছে বিশেষ রবোটিক গাড়িবহর।


-

আমেরিকার বাহিনীতে যুক্ত হওয়া মনুষ্য বিহীন এই গাড়ি এবারই প্রথম নয়। এর আগে আফগানিস্তান যুদ্ধে মার্কিন বাহিনীকে সাহায্য করতে ব্যবহার করা হয়েছিল Squad Mission Support System (SMSS)। যেগুলো সে সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আবশ্যক বিষয়ে পরিণত হয়েছিল। Squad Mission Support System (SMSS) এর সাফল্যের পরেই পেন্টাগন বিশেষ বিবেচনায় নেয় মনুষ্য বিহীন রবোটিক যানবাহন ব্যবহারের বিষয়টি। সে সময়ে বিভিন্ন ঝুঁকিপূর্ণ মিশনে সৈন্য না পাঠিয়ে এসব রবোটিক গাড়ি দিয়েই কাজ চালানো হয়েছে। ফলে অনেক মৃত্যু ঝুঁকি হ্রাস পেয়েছিল।

convoy

Lockhead Martin এক বিবৃতিতে জানায়, “নতুন তৈরি হওয়া বিশেষ রবোটিক কনভয় পরিচালিত হবে Autonomous Mobility Appliqué System (AMAS) সেন্সরের সাহায্যে। একজন চালক যখন গাড়ি চালাবে তখন এই Autonomous Mobility Appliqué System (AMAS) কোন রকম হস্তক্ষেপ করবেনা গাড়ি চালনায়। তবে যদি কোন বিপদে পরে কিংবা কোন রকম পূর্ব থেকেই বিশেষ নির্দেশ দেয়া থাকে তবে এটি স্বয়ংক্রিয় ভাবে চালু হয়ে ঐ গাড়িকে নিরাপদ স্থানে নিয়ে আসার ব্যবস্থা করবে।

TransitRoboticTesting_04_MR1

এদিকে আমেরিকার স্বয়ংক্রিয় সামরিক ট্যাংক ব্যবস্থাপনা দপ্তর (TARDEC) ইতোমধ্যে স্বয়ংক্রিয় সামরিক যানের সফর পরীক্ষা চালিয়েছেন। তারা জানিয়েছেন এই বাহন স্বয়ংক্রিয় ভাবে চলতে সক্ষম এবং অত্যন্ত নিরাপদ এবং ঝুঁকিমুক্ত ভাবে যাত্রী কিংবা মালামাল বহন সহ নানান ঝুঁকিপূর্ণ মিশনে মানুষ ছাড়াই অংশ নিতে পারবে।

সূত্রঃ দি টেক জার্নাল, Business InsiderLockheed Martin

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...
sex không che
mms desi
wwwxxx
bn_BDBengali