দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অ্যাপেল এবং আমেরিকার ফুড অ্যান্ড ড্রাগ এডমিনিস্ট্রেশানের (FDA) বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকের মূল বিষয় ছিল অ্যাপেলের পরবর্তী পণ্য iWatch এবং iOS 8 এ স্বাস্থ্য বিষয়ক অ্যাপ সন্নিবেশন!
বেশ কিছুদিন ধরে ধারণা করা হচ্ছে অ্যাপেল আনতে যাচ্ছে iWatch, তবে এটি ঠিক কবে নাগাদ আসছে কিংবা আসলেই কি আসছে কিনা সেই বিষয়ে নিশ্চিত কোন ধারণা ছিলনা যা ছিল গুজবই বলা চলে। তবে নিউইয়র্ক টাইমস এর প্রকাশিত খবরে এবার নিশ্চিত হওয়া যায় অ্যাপেল খুব শীগ্রই আনতে যাচ্ছে তাদের পরবর্তী চমক iWatch!
নিউইয়র্ক টাইম জানিয়েছে ২০১৩ সালের ডিসেম্বরে অ্যাপেল তাদের iWatch নিয়ে বিশেষ বৈঠকে বসে FDA এর কর্মকর্তাদের সাথে। সেখানে তাঁরা iWatch এ এমন একটি অ্যাপ সংযুক্ত করার বিষয়ে কথা বলেছে যা ব্যবহারকারীর স্বাস্থ্য বিষয়ে পর্যালোচনা করবে।
নিউইয়র্ক টাইম আরও জানিয়েছে ঐ বৈঠকে উপস্থিত ছিলেন অ্যাপেলের অপারেশন বিভাগের এসভিপি Jeff Williams, ভিপি Cathy Novelli এবং সাবেক বায়োটেক কোম্পানির প্রধান মেডিক্যাল অফিসার Michael O’Reilly।
বৈঠকে অ্যাপেলের পক্ষ থেকে ‘Healthbook.’ নামের একটি অ্যাপ উপস্থাপন করা যায়, যা iOS 8 এবং iWatch এ থাকবে। এই অ্যাপ দিয়ে সম্পূর্ণ মানব শরীর ২৪ ঘন্টা মনিটরিং করা সম্ভব হবে। এটি মানুষের রক্তচাপ, হাইড্রেশান লেভেল (ডিহাইড্রেট), হৃদস্পন্দন এবং শরীরে গ্লুকোজের পরিমাণ পরিমাপে সক্ষম হবে!
‘Healthbook.’ নামের এই অ্যাপ মানুষের শরীরের এসব কিছু পরিমাপ করবে বিশেষ কিছু সেন্সরের সাহায্যে এসব সেন্সর সংযুক্ত থাকবে সামনে আসতে যাওয়া iWatch এ।
এখনো যদিও বিভিন্ন সূত্রে এসব তথ্য পাওয়া যাচ্ছে তবে সব কিছু গুজব হিসেবে ধরে নিতে হচ্ছে। কারণ অ্যাপেল নিজে থেকে এখনো কোন তথ্য জানায়নি ‘Healthbook.’ অথবা iWatch নিয়ে। তবে আশার কথা হল টেকনোলোজি নির্ভর বিভিন্ন ব্লগ এবং প্রতিবেদনে যা উঠে আসে তার কিছুনা কিছু তো ঘোটেই!
সূত্রঃ দি টেক জার্নাল