The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

redporn sex videos porn movies black cock girl in blue bikini blowjobs in pov and wanks off.

অপেরাটিং সিস্টেমে 32-bit ও 64-bit এর মাঝের প্রার্থক্য ও বৈশিষ্ট্য সমূহ!

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ আমরা যারা কম্পিউটার ব্যবহার করি, সবাই কমবেশি “32-bit” ও “64-bit” শব্দ দুটির সাথে পরিচিত। কিন্তু এগুলোর কাজ আর প্রার্থক্য কি, কোনটি ভাল তা নিয়ে প্রশ্ন আছে। এই প্রশ্ন গুলোর উত্তর দিতে 32-bit ও 64-bit এর মধ্যে প্রার্থক্য আর বৈশিষ্ট্য নিয়ে আজকের আয়োজন।

32-or-64-bit-650x0

কয়েক বছর ধরে আধুনিক কম্পিউটার গুলো 64-bit এর দিকে ধাবিত হচ্ছে। এমন কি এন্ট্রি লেভেলের কম্পিউটার গুলোও 64-bit এর শক্তিশালী প্রসেসর ব্যবহার করছে।

প্রসেসরে বিটের সংখ্যা দ্বারা মূলত একই সময়ে ধারণ করতে পারে এমন ডাটার প্রকৃতি এবং রেজিস্ট্রির সাইজ বোঝায়। 64-bit প্রসেসর মেমরি অ্যাড্রেস সহ ২৬৪টি গণনার মান ধারণ করতে পারে। তারমানে এটি 32-bit প্রসেসরের তুলনায় চার বিলিওন গুনেরও বেশি physical মেমরি ব্যবহার করতে পারে। মূল প্রার্থক্য হচ্ছে, 32-bit প্রসেসরের তুলনায় 64-bit প্রসেসর RAM কে অনেক বেশি কাজে লাগায়। অবশ্য যদি 64-bit প্রসেসরের পুর্ণ সুবিধা পেতে হয় তবে 64-bit অপারেটিং সিস্টেম লাগবে।

RAM 4 GB এর কম হলে 64-bit এর CPU তেমন একটা সুবিধা দিবে না। কিন্তু RAM এর বেশি হলে আপনার জন্য উপযুক্ত 64-bit এর CPU। যদিও অনেক ব্যবহারকারী 32-bit প্রসেসরে সন্তুষ্ট, কিন্তু বেশি মেমরি লাগে এমন অ্যাপ্লিকেশন গুলো যেমন ছবি, ভিডিও এডিট করার সফটওয়্যার এবং ভিডিও গেমস গুলো 64-bit প্রসেসরে আরো ভাল কাজ করে। কেননা RAM এর মেমরি সব অ্যাপ্লিকেশনে সঠিক পরিমাণে ভাগ হয়ে যায়।

KFBpL

64-bit প্রসেসরে 32-bit অপেরাটিং সিস্টেম আর সফটওয়ার ব্যবহার করা যায়। কিন্তু 32-bit প্রসেসরে 64-bit এর অপেরাটিং সিস্টেম আর সফটওয়ার কাজ করবে না। এন্টিভাইরাস আর ড্রাইভার গুলো এর ব্যতিক্রম। 64-bit এর সেট-আপে 64-bit এর এন্টিভাইরাস আর ড্রাইভার গুলোই ঠিক ভাবে কাজ করে।

64-bit প্রসেসরের ব্যবহার আর RAM এর আকার বাড়ার সাথে সাথে Microsoft আর Apple উভয়েই নিজেদের অপেরাটিং সিস্টেমের 64-bit এর উন্নত সংস্করণ বের করেছে।

অনেক প্রতিষ্ঠান তাদের অ্যাপ্লিকেশন গুলোর 64-bit সংস্করণ বের করেছে। বিশেষ করে যেসব প্রোগ্রাম তাৎক্ষনিক অনেক তথ্য সংরক্ষণ করে আর একই সময়ে অনেকগুলো বড় বড় ফাইল খোলে সেগুলোর জন্য 64-bit এর বিকল্প নেই।

64-bit এর সুবিধা ভিডিও গেইমেও পাওয়া যাবে। গ্রাফিক্স কার্ড খুব ভাল ভাবে কাজ করবে কেননা এটিকে আর কোনো প্রক্রিয়ায় মেমরি ভাগাভাগি করতে হবে না।

আধুনিক কম্পিউটার 64-bit এর ধারায় চলে এসেছে। ভাল আর উন্নত সার্ভিস পেতে কম্পিউটারের প্রসেসর আর অপেরাটিং সিস্টেম 32-bit এর পরিবর্তে 64-bit ব্যবহার করাই উত্তম।

সুত্রঃ digitaltrends

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...
sex không che
mms desi
wwwxxx
bn_BDBengali