দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কি আসতে পারে যখন গুগোলে টেকনোলোজি সেক্টরের বিখ্যাত কোন ব্যক্তির নাম অনুসন্ধান করা হয়? আজ আমরা দেখব টেকনোলোজিতে বিখ্যাত কয়েকজনের নাম লিখে সার্চ দিলে গুগোল যা প্রদর্শন করে থাকে।
গুগোল হচ্ছে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন, প্রতিনিয়ত গুগোলে অসংখ্য মানুষ বিভিন্ন বিষয়ে সার্চ করে। এসব অনুসন্ধানের উপর নির্ভর করেই গুগোল একটি নির্দিষ্ট নাম লিখলেই সেই নামে সার্চ দেয়া সর্বাধিক সংখ্যক বিষয় দেখায়। আপনি গুগোল অনুসন্ধান বক্সে যাই লিখেননা কেন তাঁর সাথে সম্প্রিতক আরও কিছু জিনিস গুগোল নিজে থেকে আপনাকে দেখাবে। এরকম ক্ষেত্রে আমরা এখন দেখব টেকনোলোজি বিভাগে বর্তমানে সেরা কয়েকজন মানুষের নাম সার্চ দিলে কি দেখায় গুগোল।
মার্ক জাকারবার্গ
আপনি যদি গুগোলে সার্চ করতে ইংলিশে লিখেন “কেন মার্ক জাকারবার্গ” (why is Mark Zuckerberg) তবে গুগোল সার্চ বক্স আপনাকে আরও কিছু সাজেশন দেখাবে। এসব সাজেশন হচ্ছে, মার্ক জাকারবার্গ অত্যন্ত জনপ্রিয়, অনেক সফল ব্যক্তি, একজন সফল উদ্যোগতা, সফল নেতা ইত্যাদি। ফলে এসব আপনি ধরেই নিতে পারেন মার্ক জাকারবার্গের চারিত্রিক গুনাবলির মাঝে পরে। মানুষ তাঁর বিষয়ে এ সবই জানতে চায়!
টিম কুক
টিম কুক হচ্ছেন জনপ্রিয় প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপেলের প্রধান নির্বাহী। আপনি যদি গুগোলে লিখেন “Does Tim Cook” তবে গুগোল আপনাকে দেখাবে টিম কুক কি মেইলের উত্তর দেন? টিম কুকের কি অংশীদার আছে? টিম কুক কি আইফোন ব্যবহার করেন? বিষয় গুলো একটু ভাবলে বুঝবেন যে সব গুলোই প্রাসঙ্গিক। টিম কুক একজন অত্যন্ত বিনয়ী ব্যক্তিত্ব তিনি চেষ্টা করেন সব সময় মেইলের উত্তর দিতে, টিম কুক এর অংশীদার নিয়ে অনেকের আগ্রহ আছে, এবং টিম কুক নিজে কি আইফোন ব্যবহার করেন? এটি অবশ্য মিলিয়ন ডলারের প্রশ্ন।
মারিসা মায়ার
মারিসা মায়ার টেকনোলোজি বিভাগে পৃথিবীর সবচেয়ে সফল নারীদের একজন। কারণ তিনি ইয়াহু এর মত প্রতিষ্ঠানের প্রেসিডেন্ট এবং প্রধান নির্বাহী। গুগোলে আপনি যদি Does Marissa Mayer লিখেন সেখানে সবার আগেই দেখাবে মারিসা মায়ার কি একজন Aspergers? Aspergers হচ্ছে এক ধরণের অটিজম রোগ। যাই হোক মানুষের কেন মারিসা মায়ারসের এই রোগ আছে কিনা তা নিয়ে আগ্রহ তা জানা না গেলেও সেখানে আরও যেসব সার্চ রেজাল্ট দেখা যায় তা সত্যি অবাক করা। মারিসা মায়ার এর সার্চ রেজাল্ট সমূহ হচ্ছে মারিসা মায়ার কি ধূমপায়ী! মারিসা মায়ার কি মদ্যপ? সুতরাং ইন্টেরনেট ব্যবহারকারীদের মাঝে মারিসা মায়ার নিয়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গি যে খুবি কম তাই সার্চ রেজাল্টেই প্রতীয়মান!
লেরি পেজ
লেরি পেজ গুগোলের প্রধান নির্বাহী। তাঁর প্রতিষ্ঠানের সার্চ বক্সে তাঁর নামের সাথে কি আসতে পারে এই বিষয়ে অনুমান করাই যায় কি ভাবছেন? হ্যাঁ নেতিবাচক কিছুই আসেনি লেরি পেজ এর নাম সার্চ দিলে। বিষয়টি কি নিজেদের প্রধান কর্মকর্তার প্রতি পক্ষপাত মূলক না সত্যি ব্যবহারকারীদের ভালো ধারণা তা আলোচনার বিষয়। তবে লেরি পেজ দিয়ে সার্চ দিলেই আপনি যা যা দেখতে পাবেন, লেরি পেজ এর কি কোন ভাই আছে? লেরি পেজ কি স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রী নিয়েছেন? লেরি পেজ কি ইন্টার্নশিপ করেছেন? ইত্যাদি।
ধন্যবাদান্তেঃ দি টেক জার্নাল