দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ রাহুর গ্রাস যেনো এরশাদকে তাড়া করে ফিরছে। এক পা এগিয়ে গেলে আবার তাকে তিন পা পেছনে ফিরতে হচ্ছে। এমন অবস্থায় চলছে জাতীয় পার্টির চেয়ারম্যান প্রধানমন্ত্রীর বিশেষ দূত এইচ. এম. এরশাদের।
মঞ্জুর হত্যা মামলার চূড়ান্ত হয়েও বেঁধে গেলো হঠাৎ করেই। যে কারণে তাঁকে ঝুলে থাকতে হলো ওই মামলার গ্যাঁড়াকলে। আবার বিমানের রাডার ক্রয় মামলাও আবার শুরু হয়েছে। আগামী ২ মার্চ শুনানীর দিন ধার্য রয়েছে।
অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, রাহুর কবল থেকে এরশাদ যতই বের হওয়ার চেষ্টা করছেন, ততই যেনো তাকে ওই রাহু আরও গ্রাস করার চেষ্টা করছে। সরকারের মহা শরীক হয়েও যেনো ‘বালা-মুসিবত’ এরশাদকে প্রতিনিয়ত তাড়া কর ফিরছে। এই অবস্থা থেকে তিনি কতদিনে নিস্তার পাবেন তাও বলা যাচ্ছে না।
এ বিষয়ে জানতে চাইলে জাতীয় পার্টির এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, যে সরকার যখন ক্ষমতায় থাকেন সে সরকারই এরশাদকে ব্যবহার করেন। তিনি আসলে ‘যাঁতার কলে’ পরিণত হয়েছেন। যাঁতার কল যেমন যাওয়ার সময় কাটে, আবার আসার সময়ও কাটে। তাঁকে (এরশাদ) ট্যাপে ফেলে ক্ষমতাসীনরা সুবিধা করে বলে তিনি মন্তব্য করেন।
এখন পরিস্থিতি যায়ই হোক। মঞ্জুর হত্যা মামলা আবার শুনানী হচ্ছে। অপরদিকে বিমানের রাডার ক্রয় সংক্রান্ত দুর্নীতি মামলাও চলছে। তবে নেতা-কর্মীদের বিশ্বাস- সবশেষে একদিনতো এরশাদের সব মামলা শেষ হবে। তখন তিনি স্বাধীনভাবে রাজনীতি করবেন। স্বাধীনভাবে মত দিতে পারবেন।