দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আকার বাড়ছে মন্ত্রীসভার। আজ বুধবার অন্তত ৪ জন মন্ত্রীর শপথ হতে যাচ্ছে। বেলা ১২টায় মন্ত্রীসভার শপথ অনুষ্ঠান বঙ্গভবনে হতে পারে।
আজকের এই মন্ত্রীসভায় দুই জন পূর্ণ মন্ত্রী এবং দুই বা একজন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন। তবে কারা শপথ নিতে আমন্ত্রণ পাচ্ছেন, সে বিষয়ে এখনও নিশ্চিত নয়। মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা আজকের শপথের বিষয়টি নিশ্চিত করেন। তবে তিনি এর বেশি কিছু বলেননি। তিনি সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে বলেছেন, সময় হলেই সব জানতে পারবেন। আজ বেলা ১২টায় মন্ত্রীসভার শপথ অনুষ্ঠান বঙ্গভবনে হতে পারে।
তবে একটি সূত্রের বরাত দিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রীর দায়িত্ব দেওয়া হতে পারে আবুল হাসান মাহমুদ আলীকে। তিনি এর আগে নির্বাচনকালীন মন্ত্রিসভার সদস্য ছিলেন। আবুল হাসান মাহমুদ আলীর নির্বাচনী এলাকায় কয়েকটি কেন্দ্রের নির্বাচন স্থগিত হওয়ায় এমপি হিসেবেও পরে শপথ নেন তিনি। আর এ কারণেই পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব এতোদিন ছিল প্রধানমন্ত্রীর কাছেই। অবশ্য এ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
অপরদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী থাকলেও কোনো পূর্ণ মন্ত্রী এখন নেই। স্বরাষ্ট্র মন্ত্রণালয়েও একজন পূর্ণ মন্ত্রী নিয়োগ দেবেন- এমনটা শোনা যাচ্ছে। কিন্তু কাকে এ দায়িত্ব দেয়া হচ্ছে তা এখনো নিশ্চিত নয়। শোনা যাচ্ছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তমকে এবার স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হতে পারে। মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। পরে তিনি পদত্যাগ করেন।
এর মধ্যে প্রতিমন্ত্রী হিসেবে শপথের আমন্ত্রণ পেয়েছেন নরসিংদী-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ নজরুল ইসলাম হিরু।
১২ জানুয়ারি নতুন মন্ত্রিপরিষদ গঠন করার পর মন্ত্রিত্ব নিয়ে জাতীয় পার্টিতে বেশ অসন্তোষ বিরাজ করছে। প্রধানমন্ত্রী রাজনৈতিক বিবেচনায় তাদেরও আরো দুইএকজন মন্ত্রী দিতে পারেন এমন আভাস পাওয়া যাচ্ছে। সেক্ষেত্রে আজকের শপথগ্রহণ অনুষ্ঠানে মন্ত্রীর সংখ্যা আরো বাড়তে পারে বলেও মনে হচ্ছে। তবে পুরো বিষয়টিই রয়েছে ধোয়াশা। আজ ১২টার পরই পরিষ্কার হবে সব বিষয়।