দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। আজ শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০১৪ খৃস্টাব্দ, ১৬ ফাল্গুন ১৪২০ বঙ্গাব্দ, ২৭ রবিউস সানি ১৫৩৫ হিজরি। দি ঢাকা টাইমস্ -এর পক্ষ থেকে সকলকে শুভ সকাল। আজ যাদের জন্মদিন তাদের সকলকে জানাই জন্মদিনের শুভেচ্ছা- শুভ জন্মদিন।
মহিষ এখন একেবারেই দেখা যায় না। গ্রামে গেলে হয়তো দু’একটি চোখে পড়ে কদাচিত। কিন্তু এক সময় এই মহিষ গাড়ি বওয়া থেকে শুরু করে কৃষকের হালচাষের কাজও করতো। কিন্তু কালের গহ্বরে বিলিন হতে চলেছে এই মহিষ।
একটি নিরীহ প্রাণী হিসেবে মহিষের রয়েছে যথেষ্ট সুখ্যাতি। কারণ আমরা দেখেছি মহিষের খুব কাছে গেলেও কোন ‘রাও’ করে না। কোন রাগ বা বিদ্বেষ মহিষের মধ্যে একেবারেই নেই। আমরা অনেক ছোট কাল থেকেই এমনটি দেখে এসেছি। কিন্তু সেই নিরীহ প্রাণী মহিষ ক্রমেই হারিয়ে যাচ্ছে আমাদের মাঝ থেকে। কারণ গ্রামে যেসব কাজে মহিষকে কাজে লাগানো হতো সেগুলোতে এখন আর প্রয়োজন পড়ে না। পাওয়ার টিলারসহ আধুনিক যন্ত্রপাতির কারণে মহিষের কোন কদরও নেই এখন। এখন গাড়ি টানার প্রয়োজন পড়ে না আবার হালচাষেও ব্যবহার করা হয় আধুনিক সব যন্ত্রপাতি। এমন এক পরিস্থিতিতে আমাদের অতীত ঐতিহ্য মহিষ বিলিন হয়ে যাচ্ছে। এদেরকে অতীত ঐতিহ্য হিসেবে ধরে রাখতে এখনও ইচ্ছে করলে মহিষের খামার করে এদের টিকিয়ে রাখা যায়। কারণ মহিষের দুধ অত্যন্ত পুষ্টিকর। আসুন, আমরা একবার অন্তত চেষ্টা করি এই নিরীহ প্রাণী মহিষের অস্থিস্ত রক্ষার জন্য।
আমাদের প্রতিদিন সকালটা হোক কোন না কোন সুসংবাদের মাধ্যমে- এ প্রত্যাশা সকলের।