দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সম্প্রতি এক সংবাদ সম্মেলনে খোদ মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা মিডিয়াকে জানান, “আমরা আইরন ম্যান বানাচ্ছি”। এই আইরন ম্যান মার্কিন সামরিক বাহিনী যুদ্ধে ব্যবহার করবে।
হোয়াইট হাউজে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট বিভিন্ন কথার প্রসঙ্গে হঠাৎ বলেন, আমরা আইরন ম্যান বানাচ্ছি।” কথাটি শুনেই উপস্থিত সকলে হেসে উঠেন, ওবামা নিজেও কিছু সময় হাসেন। পরে তিনি আরও বলেন, আমাদের আইরোন ম্যান আসলে একটি যুদ্ধোপকরণ। যা আমাদের সৈন্যরা ব্যবহার করতে পারবেন।
ওবামা আরও বলেন, “আমি আমাদের বিশেষজ্ঞদের সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছে খুব দ্রুত এই আইরন ম্যান স্যুটের নমুনা তৈরি করতে পারবেন তারা।”
মূলত ওবামার ঘোষণা দেয়া এই আইরন ম্যান স্যুট হচ্ছে ‘ট্যাকটিক্যাল অ্যাসল্ট লাইট অপারেটর সুইট’ বা ট্যালোস। এটি আসলে একটি শক্তিশালী ধাতুর তৈরি হালকা যুদ্ধোপকরণ। এটি পরিধান করা যেকেউ নিজেকে বোমা এবং বুলেট থেকে রক্ষা করতে পারবেন। এবং সরাসরি ঢুকে যেতে পারবেন শত্রুর আস্তানায়। এই যুদ্ধোপকরণ একই সাথে সংযুক্ত থাকবে উন্নত মেশিন গান। সাথে থাকবে ব্যবহারকারী সৈন্যের স্বাস্থ্য পরিমাপ এবং ক্যাম্পের সাথে যোগাযোগের সুবিধা। এছাড়াও এতে থাকবে আধুনিক কম্পিউটিং ব্যবস্থা।
ভিডিও
http://www.youtube.com/watch?v=knqLvt7HJuM
সম্পূর্ণ প্রকল্পের নাম দেয়া হয়েছে ‘হাই-টেক ম্যানুফ্যাকচারিং হাব’। এই প্রকল্পে নিয়োগ দেয়া হয়েছে যুক্তরাষ্ট্রের নাম করা সব টেকনিশিয়ানদের। এই প্রকল্পের আওতায় মার্কিন সামরিক বাহিনীর জন্য আরও অনেক প্রযুক্তিগত উন্নয়ন করা হবে। আশা করা যাচ্ছে প্রথম ‘ট্যাকটিক্যাল অ্যাসল্ট লাইট অপারেটর সুইট’ তৈরি হতে এক বছর সময় লাগবে। তবে মার্কিন বাহিনীকে হায়ে এই যুদ্ধোপকরণ পড়ে যুদ্ধে এখনি দেখা যাবেনা। মার্কিন বাহিনীর জন্য আনুষ্ঠানিক ভাবে অন্তর্ভুক্ত হতে ২০১৮ সাল লেগে যাবে বলে জানা গেছে।