The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

আমেরিকাতে এবার মসজিদে মার্কিন সিনেটর স্যান্ডার্স

ক্যালিফোর্নিয়া মসজিদে মুসলিম সম্প্রদায়ের প্রতি সংহতি প্রকাশ

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স আমেরিকার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের একটি মসজিদে মুসলমানদের সমর্থনে বক্তব্য রাখেন। নিউজ্যিলান্ডের ক্রাইস্টচার্চের দুটি মসজিদে উগ্র শ্বেতাঙ্গ কর্তৃত্ববাদী সন্ত্রাসীর গুলিতে ৫০ মুসল্লি নিহত হওয়ার পর স্যান্ডার্স মুসলমানদের সমর্থনে এই বক্তব্য রেখেছেন।

আমেরিকাতে এবার মসজিদে মার্কিন সিনেটর স্যান্ডার্স 1

গত পরশু (শনিবার) ক্যালিফোর্নিয়ার একটি মসজিদে গিয়ে স্যান্ডার্স বলেন, ‘এই কঠিন সময় আমাদের উচিত সব ধরনের ঘৃণা-বিদ্বেষ ও কর্তৃত্ববাদের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানো। এই অবস্থা শুধু আমেরিকাতেই দেখছি না বা বিশ্বের নির্দিষ্ট কোনো অংশেই দেখছি না বরং এই প্রবণতা আমরা দেখছি বিশ্বের সবখানেই।’

ক্যালিফোর্নিয়া মসজিদে মুসলিম সম্প্রদায়ের প্রতি সংহতি প্রকাশ করে বক্তব্য রাখার পর স্যান্ডার্স সেখানকার ইসলামিক সেন্টারও পরিদর্শন করেন। অনুষ্ঠানে মুসলিম আলেমসহ বিভিন্ন ধর্মের নেতা এবং সাধারণ লোকজন উপস্থিত ছিলেন।

আগামী ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বোচনে বার্নি স্যান্ডার্স প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন। ২০১৬ সালের নির্বাচনে তিনি ডেমোক্র্যাট দল হতে প্রতিদ্বন্দ্বিতায় নামলেও প্রাথমিক ভোটে হিলারি ক্লিনটনের কাছে তিনি হেরে যান।

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...