দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মানবতার জয় হল আবার। যুক্তরাষ্ট্রের মিনোসোটায় অ্যালবার্ট লিয়া লেকে বরফে আটকে পড়া অসহায় দুটি হরিণকে উদ্ধার করলো দুইজন ব্যক্তি। লেকের পানির বরফ আচ্ছাদিত অবস্থায় বেশ খারাপভাবে আটকে ছিলো হরিণ দুটি।
জেমস নামের একজন যুবক বিষয়টি প্রথম দেখতে পান। এটা তার জন্য বেশ হৃদয় বিদারক ছিলো। হরিণ দুটির পা বরফে এমনভাবে আটকে ছিলো যে তারা নিরাপদে দাড়াতে পারছিলো না। অর্থাৎ তাদের পা পিছলে যাচ্ছিল, ফলে বরফ আচ্ছাদিত ঠাণ্ডায় তাদের সেখানেই বসে থাকতে হচ্ছিলো, দুঃখের বিষয়টি হলো জেমস তাদেরকে দেখার আগে তারা এভাবে তিনদিন ছিলো। জেমস ও তার বাবা ডজ হোভারক্রাফট (বরফে চলার বোট) নিয়ে বের হওয়ার পর তাদের দেখতে পায় এবং উদ্ধার করে।
সত্যিকার অর্থে এটি মানবতার একটি সুন্দর উদাহরণ। বরফ আচ্ছাদিত এই লেক থেকে হরিণদের উদ্ধার করাটাও ঝুঁকিপূর্ণ ছিলো। কেননা বরফের স্তর কোথায় কেমন ঘন তা বোঝা যায় না। ফলে সামান্য ভারী চাপে ফাটল ধরতে পারে এবং ভেঙ্গে পড়তে পারে।
প্রাণীরা আমাদের বন্ধু তাদের নিয়েই আমাদের পরিবেশ। পরিবেশকে সুন্দর রাখার ক্ষেত্রে আমাদের তাদের প্রতি সদয় হওয়া প্রয়োজন। উদ্ধারের ভিডিও নিচে দেখুন।
তথ্যসূত্রঃ সিনক্স