The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

এটি কি হরিণ নাকি ইঁদুর? [ভিডিও]

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এটি কি আসলে হরিণ নাকি ইঁদুর? এই প্রশ্ন আসতেই পারে। কারণ হরিণটির মুখের অংশ একেবারে ইঁদুরের মতোই দেখতে!

Is it a deer Or rats

বনে-জঙ্গলে তিড়িং বিড়িং করে লাফিয়ে চলা এবং বড় বড় মায়াবী চোখ দিয়ে তাকানো, সব মিলিয়ে বনের হরিণগুলো অনায়াসে জয় করে নেয় সকলের মন। আর তাই এক কথায় বলা যায় হরিণ বনের সৌন্দর্য।

বনের সৌন্দর্য তৃণভোজী এই প্রাণীটি সাধারণত বেশ বড়সড়ই হয়ে থাকে। কিন্তু এবার একটু ব্যতিক্রমি হরিণের খোঁজ পাওয়া গেলো। যেটি একেবারে ইঁদুর সাইজের হরিণ। বিলুপ্তপ্রায় এই প্রজাতির হরিণকে বলা হয় ইঁদুর হরিণ।

সংবাদ মাধ্যমের খবরে জানা যায়, ডাচ চিড়িয়াখানায় সপ্তাহ খানেক আগে এই হরিণের একটি শাবক জন্ম নেয়। এই হরিণ দেখে অনেকেই মন্তব্য করেছেন, ১৯৪২ সালে ডিজনি প্রোডাকসন্স নির্মিত অ্যানিমেটেড চলচ্চিত্র বাম্বির প্রধান চরিত্র বাম্বির শঙ্কর দেখা গিয়েছিল এটিও সেই ধরনের ইঁদুর।

এই হরিণগুলো বড় হলে এদের ওজন দাঁড়ায় সর্বোচ্চ প্রায় ৫ পাউন্ড বা ৩.৫ কেজি। আর এই হরিণের পায়ের আকার হয় একটি পেন্সিলের সমান! এই হরিণগুলো থাইল্যান্ডের বোর্নিও এবং সুমাত্রার জঙ্গলে পাওয়া যায় এই জাতীয় হরিণ।

দেখুন সেই আজব হরিণ

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...