The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

এবার ‘ভিনগ্রহের যান’ উদ্ধার হয়েছে রাশিয়ায়!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অনেকটা ফ্লাইং সসারের মতোই দেখতে এমন এক ‘ভিনগ্রহের যান’ উদ্ধার হয়েছে রাশিয়ায়! বিষয়টি নিয়ে বিশ্বাস-অবিশ্বাসের ধারা বয়ে যাচ্ছে বিশ্বময়।

'aliens' Go Russia

উদ্ধারকৃত ‘ভিনগ্রহের যান’টি ফ্লাইং সসারের মতোই অনেকটা দেখতে। ভিনগ্রহের মানুষ রয়েছে, তারা আবার তাদের যানে চেপে এই পৃথিবীতে আসেন। আসলে কল্প বিজ্ঞান কিংবা হলিইড-বলিউডি সিনেমার মতো কাহিনী নয়, বাস্তবে মাঝে-মধ্যেই এমন সব ঘটনা ঘটে। মানুষ বিশ্বাস করতে ভালবাসে ভিনদেশী জাদুকরা দুনিয়ায় আসেন। এই বিশ্বাসকে ভর করে ভিনগ্রহের মানুষ আর তাদের যান খুঁজতে বহু মানুষ গোটা বিশ্ব তছনছ করে ফেলেন। এটি আজ নতুন নয়।

সম্প্রতি রাশিয়ার এক গভীর গর্ত হতে এমন এক ধরনের পাথরখণ্ড উদ্ধার হয়, যা দেখে সবাই বলছেন, ‘ও মা এতো বড় ইউএফও'(ভিনগ্রহের যান)। গর্ত হতে বড় ক্রেনের মাধ্যমে তোলা হয় এই পাথরখণ্ডটিকে। পরীক্ষার জন্য এটিকে গবেষণাগারে নিয়ে যাওয়া হয়েছে।

বিজ্ঞানীরা অনুমান করছেন, হাজার বছরের পুরনো এই পাথরখণ্ডটি। পরীক্ষার আগেই অবশ্য বিজ্ঞানীরা বলছেন, নিশ্চিত ওটা ইউএফওই (ভিনগ্রহের যান)।

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...