দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এরশাদ এবং রওশনকে নিয়ে আলোচনার যেনো শেষ নেই। তবে বিরোধী দলীয় নেত্রী হওয়ার পর রওশনের কদরও বেড়েছে। এখন জাতীয় পার্টিতে এরশাদ ও রওশন সমানে সমান।
সংরক্ষিত মহিলা আসন নিয়ে প্রার্থীতা চূড়ান্ত হয়েছে। সেখানে ৬টি আসনে এরশাদ ৩টি এবং রওশন ৩টি আসন পছন্দের জনকে দিতে পারবেন এমন সিদ্ধান্ত নাকি হয়েছে। অনেকেই এটিকে এরশাদ রওশনের ৩ বাই ৩ এ ড্র বলে অভিহিত করছেন।
এরশাদের পছন্দের ৩ জন হলেন:- মেরিনা রহমান, মাহজাবিন মোরশেদ (চট্রগ্রাম), শাহানারা বেগম (রংপুর) । এদের মধ্যে মেরিনা রহমান এরশাদের ছোট বোন। আর রওশনের পছন্দের ৩ জন হলো- পার্টির প্রেসিডিয়াম সদস্য নুর-ই-হাসনা লিলি চৌধুরী, চেয়ারম্যানের উপদেষ্টা রওশআরা মান্নান ও কক্সবাজারের খোরশেদারা হক।
এই ৬ জনই দশম জাতীয় সংসদে জাতীয় পার্টির পক্ষ থেকে সংরক্ষিত আসনের মহিলা এমপি হিসাবে প্রতিনিধিত্ব করবেন বলে ধারণা করা হচ্ছে। তবে এর বাইরেও আরও অনেকেই সংরক্ষিত মহিলা আসনের জন্য দতবির করেছেন। কিন্তু শেষ পর্যন্ত এরাই চূড়ান্ত হিসেবে মনোনয়ন পাচ্ছেন এমনটিই জানা গেছে জাতীয় পার্টির একটি সূত্র থেকে।