দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। আজ রবিবার, ২৩ মার্চ ২০১৪ খৃস্টাব্দ, ৯ চৈত্র ১৪২০ বঙ্গাব্দ, ২১ জমা: আউয়াল ১৪৩৫ হিজরি। দি ঢাকা টাইমস্ -এর পক্ষ থেকে সকলকে শুভ সকাল। আজ যাদের জন্মদিন তাদের সকলকে জানাই জন্মদিনের শুভেচ্ছা- শুভ জন্মদিন।
মাছ ধরার এক অনন্য দৃশ্য এটি। সকালে ঘুম থেকে উঠে নদী বা পুকুর জলাশয়ে গিয়ে খ্যাপলা জাল দিয়ে মাছ ধরতে অনেক মজা। আবার এমনিভাবে মাছ ধরার দৃশ্যও এক মজার বিষয়।
এখন আগের মতো মাছের ছড়াছড়ি নেই। এখন যেটুকু রয়েছে মৎস্য চাষ। মৎস্য চাষীরা মাছের চাষ করেন। কিন্তু আগে দেখা গেছে, মাছের চাষ এভাবে হয়নি কিন্তু পুকুর ডোবা বা নদীতে মাছের ছড়াছড়ি ছিল। কিন্তু এখন নদীতে পানি নেই আবার পুকুর-ডোবাও নেই। এখন শহরে পুকুর-ডোবা মাটি দিয়ে ভরাট করে গড়ে উঠছে বিশাল বিশাল সব অট্টালিকা। আর তাই এখন জেলেদের ওপর নির্ভর না করে মৎস্য চাষীদের দিকেই তাকিয়ে থাকতে হয়।
তবে এমন অনন্য দৃশ্য এখনও দেখতে পাবেন গ্রামে গেলে। নৌকা নিয়ে খ্যাপলা জালে মাছ ধরার এমন দৃশ্য অবশ্যই আপনাকে মোহিত করবে।
প্রতিদিনের মতো আজও আমাদের সকালটা হোক শুভ। সকলের জন্য আবারও শুভ কামনা- শুভ সকাল।
(ছবি-সংরক্ষিত)