দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। আজ সোমবার, ২৪ মার্চ ২০১৪ খৃস্টাব্দ, ১০ চৈত্র ১৪২০ বঙ্গাব্দ, ২২ জমা: আওয়াল ১৫৩৫ হিজরি। দি ঢাকা টাইমস্ -এর পক্ষ থেকে সকলকে শুভ সকাল। আজ যাদের জন্মদিন তাদের সকলকে জানাই জন্মদিনের শুভেচ্ছা- শুভ জন্মদিন।
শাপলা আমাদের জাতীয় ফুল। তবে ছবির এই দৃশ্যটি তার থেকেও এক বিশেষ তাৎপর্য বহন করছে। আর সেটি হলো, জাতীয় ফুল হিসেবে আমরা যে শাপলাকে দেখি সেটি সাদা। কিন্তু এই ছবির শাপলাগুলো রঙ্গীন। এটিই হলো এর বিশেষ তাৎপর্য।
জাতীয় ফুল এমনিতেই আমাদের কাছে এক বিশেষ গুরুত্ব বহন করে। আমরা ক্লাসের বই থেকে শুরু করে সবখানেই শাপলা ফুলের ছবি সব সময় ব্যবহার করি। আর তাই অন্য ফুল থেকে এই শাপলার গুরুত্ব সব সময়ই আলাদা। সকালে এমন একটি শাপলা ফুলের দৃশ্য যদি দেখেন তাহলে আপনার মনটা আপনা থেকেই ভালো হয়ে যাবে।
আমাদের প্রতিদিন সকালটা হোক কোন না কোন সুসংবাদের মাধ্যমে- এ প্রত্যাশা সকলের।