দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অ্যাপেলের আইফোন হচ্ছে বর্তমান স্মার্টফোন দুনিয়ার সবচেয়ে জনপ্রিয় এবং আধুনিক সুবিধা সম্বলিত স্মার্টফোন। এর বিভিন্ন যন্ত্রাংশে রয়েছে আধুনিক সব সুবিধা। আজ আমরা আইফোনের হেডফোন দিয়ে কি কি সুবিধা পাওয়া যাবে তা জানবো।
আমাদের ফোন সব সময় আমাদের পকেটেই থাকে, আমরা চাইলে আইফোন পকেটে রেখেই হেডফোন দিয়ে এর বিভিন্ন কাজ সেরে নিতে পারি কিংবা মোবাইলের কোনও বোতাম না টিপেই হেডফোন দিয়ে বেশ কিছু কাজ সেরে নিতে পারি। তো চলুন জেনে নিই একে একে সেসব সুবিধার বিষয়ে বিস্তারিত।
ভিডিওঃ
১) আপনি যদি আপনার আইফোনে গান বা ভিডিও দেখেন তবে এক্ষেত্রে আপনাকে মোবাইলে টাচ না করেই আইফোনের হেডফোন দিয়ে ভিডিও বা গান পজ করা, টেনে দেখা কিংবা পরবর্তী গানে যাওয়ার কাজ করতে পারবেন। এর জন্য আপনাকে সাউন্ড বাড়ানোর বা কমানোর বোতাম চাপতে হবে।
২) আপনি যদি ভিডিও দেখেন তবে হেডফোনের শব্দ বাড়ানোর বোতাম টিপে ভিডিও জুম করা অথবা শব্দ কমানোর বোতাম টিপে ভিডিও জুম কমাতে পারবেন।
৩) আপনি যদি মোবাইলে শুনতে থাকা গান বা ভিডিও দ্রুত দেখতে চান তবে মাঝের বোতাম দুইবার চেপে নিচের বোতাম কিছুক্ষণ চেপে রাখুন।
৪) কোন গান বা ভিডিও যদি স্কিপ বা এড়িয়ে যেতে চান তবে নিচের বোতাম দুইবার চাপুন।
৫) গান বা ভিডিও দেখা কিংবা মোবাইল পকেটে থাকলে যদি আপনার কোন ফোন আসে তবে হেডফোনের মাঝের বোতাম একবার চাপুন এবং যদি চলতে থাকা কল ঝুলিয়ে রাখতে চান তবে দুইবার চাপুন।
৬) আপনি যদি কোন কাজে থাকেন এবং কোন কল ধরতে না চান তবে কল আসলে মাঝের বোতাম কিছুক্ষণ চেপে রাখুন এবং এক্ষেত্রে আপনি দুটি হাল্কা বিপ শুনতে পাবেন, তাৎক্ষণিক আপনার ভয়েজ মেইল চলে যাবে কলার এর কাছে।
৭) আপনার যদি একটি কল রানিং থাকা অবস্থায় অন্য আরেকটি কল আসে তবে মাঝের বোতাম চেপে আপনি কল ধরতে পারবেন, এবং মাঝের বোতাম দুই সেকেন্ড চাপলে নতুন কল কেটে যাবে।
৮) আপনি ক্যামেরার ছবি তুলতেও হেডফোনের সাহায্য নিতে পারবেন। হেডফোনের শব্দ বাড়ানোর বোতাম চেপে আপনি ছবি তুলতে পারবেন।
৯) আপনি যদি আইফোন ৪এস ব্যবহারকারী হন তবে মাঝের বোতাম কিছুক্ষণ চেপে ধরলেই ভয়েজ কমান্ড দিতে পারবেন।
১০) সব শেষে আপনি সবচেয়ে সাধারণ যেকোনো হেডফোনের কাজ তা হচ্ছে, কল ধরা কেটে দেয়া, শব্দ বাড়ানো বা কমানো ইত্যাদি করতে পারবেন।
সূত্রঃ সিএনটি