দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এভারেস্টজয়ী প্রথম বাংলাদেশি হিসেবে মুসা ইব্রাহীমকে বাংলাদেশের মানুষ জেনে আসলেও, এবার এভারেস্টজয়ীদের নিয়ে প্রকাশিত নেপালের পর্যটন মন্ত্রণালয় এবং নেপাল মাউন্টেইনিয়ার্স অ্যাসোসিয়েশনের প্রকাশনা ‘নেপাল পর্বত’ এ নাম নেই মুসা ইব্রাহিমের।
মাউন্টেইনিয়ার্স অ্যাসোসিয়েশনের প্রকাশনা ‘নেপাল পর্বত’ এ মুসা ইব্রাহিমের নাম না থাকলেও সেখানে বাংলাদেশের অপর দুই আরোহী এম এ মুহিত ও নিশাত মজুমদার এর নাম রয়েছে। এ বিষয়ে নেপালের কর্তৃপক্ষ জানিয়েছে, মুসা প্রকৃতপক্ষে এভারেস্টের চুড়ায় উঠেনি, এছাড়া তিনি যে ছবি এবং প্রমাণাদি দেখিয়েছেন তাও অসত্য।
মুসার বিষয়ে নেপালের মাউন্টেইনিয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি জিম্বু জাম্বু শেরপা বাংলাদেশের টিভি চ্যানেল একাত্তরকে এক অনুষ্ঠানে বলেন, “এভারেস্ট জয় করা নিয়ে মুসা যে ছবিটি দেখিয়েছে, সেটি চূড়ার নয়। কারণ চূড়ার ছবি এমন হয় না। এটি সাত হাজার ফুট নিচে তোলা ছবি।” এভারেস্টবিজয়ী আরেক নেপালি থেম্বু শেরপাও মুসা ইব্রাহিমের দেখানো ছবিটির সত্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন একাত্তর টিভির প্রতিবেদনে।
এদিকে মুসা ইব্রাহিমের এভারেস্টবিজয়ীয়ের সন্দেহ বিষয়ে একটি বিশেষ অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়, “এভারেস্ট জয় নিয়ে মুসা যে স্মরণিকাটি প্রকাশ করেন তাতে তার (মুসা) সঙ্গে আর যাদের কথা বলা হয়েছে, তাদের কারো নামই ‘নেপাল পর্বত’ এ নেই।”
বাংলাদেশের অপর দুই এভারেস্টবিজয়ীর বিবৃতিতে উঠে আসে মুসার এভারেস্ট বিজয় নিয়ে সন্দেহের কথা। এম এ মুহিত একাত্তর টেলিভিশনকে বলেন, “মুসা ইব্রাহিম দৈনিক প্রথম আলোতে এভারেস্ট জয় করা নিয়ে ধারাবাহিক যে গল্পটি বলেছেন, তাতে বেস ক্যাম্প ১ থেকে চূড়া পর্যন্ত অনেক কিছুরই বর্ণনা তিনি দিতে পারেন নি। মুসার এভারেস্ট বিজয়ের ছবিটি আসলে বেস ক্যাম্প এক এ তোলা একটি ছবি।”
এদিকে বাংলাদেশের প্রথম নারী এভারেস্টবিজয়ী নিশাত তার মন্তব্যে একাত্তর টিভিতে বলেন, “নেপাল পর্যটন মন্ত্রণালয় এবং মাউন্টেইনয়ার্স মুসার মিথ্যাচারের বিষয়ে অবহিত হয়েই তার নাম তাদের তালিকায় রাখেনি।”
মুসা এই বিষয়ে বলেন, “আমার নামে ষড়যন্ত্র হচ্ছে, আমার কাজে কেও ইর্ষান্বিত হয়ে নেপাল পর্যটন মন্ত্রণালয় এবং মাউন্টেইনয়ার্স কর্তৃপক্ষকে প্রভাবিত করেছে।”
উল্লেখ্য, বর্তমানে মুসা ইব্রাহিমের এভারেস্টবিজয় নিয়ে মুসা ইব্রাহিমের নিজের করা একটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। বাংলাদেশের প্রতিটি জনগণ মনে প্রাণে চায় বাংলাদেশের হয়ে আসলে কে প্রথম এভারেস্ট বিজয় করেছে তার একটি বাস্তব এবং সত্য সমাধান।
সূত্রঃ একাত্তর টিভি প্রতিবেদন