দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ একাত্তরে দেশের জন্য লড়েছিল এদেশের লক্ষ-কোটি জনগণ। কিন্তু আজ টি-২০ বিশ্বকাপে টাইগাররা পাকিস্তানের সঙ্গে লড়বে দেশের সম্মান ফিরিয়ে আনতে।
টি-২০ বিশ্বকাপে আজ পাকিস্তানের বিরুদ্ধে লড়তে নামছে বাংলাদেশের সোনার ছেলেরা। হয়তো অনেক পরাজয় বরণ করতে হয়েছে টাইগারদের। কিন্তু আজ তারা লড়বে অদম্য উদ্যোমে। বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের মনে খোরাক মেটাতে মাঠে নামবে দামাল ছেলেরা।
মিরপুর শের ই বাংলা স্টেডিয়ামে বেলা সাড়ে ৩টায় পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ ক্রিকেট টিম। দর্শকে টই-টম্বুর থাকবে স্টেডিয়াম এটা নিশ্চিত করেই বলা যায়।
এবারের টি-২০ বিশ্বকাপে বাংলাদেশ প্রথম দুটি ম্যাচে জিতে দ্বিতীয় রাউন্ড অর্থাৎ সুপার টেনে অবতীর্ণ হয়। সুপার টেনে এসে বাংলাদেশ ইতিমধ্যেই ওয়েস্ট ইন্ডিজ ও ভারতের কাছে হেরেছে।
গত এশিয়া কাপ থেকে শুরু করে এ পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট দল মোটেই ভালো কোনো ফল করতে পারেনি। বার বার ছোট দল যেমন আফগানিস্তানের সঙ্গেও হেরেছে বাংলাদেশ। কিন্তু আজকের খেলা পাকিস্তানের সঙ্গে। পাকিস্তান শক্তিশালী দল হলেও ইতিহাস অন্যকথা বলে। ১৯৭১ সালের প্রেক্ষাপট আর খেলা যদিও এক জিনিস নয়, তবুও বাঙালিরা একাত্তরের ইতিহাসের আলোকেই গর্জে উঠেছে বার বার। আর তাই আগেও পাকিস্তানের এক সময়ের সোয়েব আকতারের মতো ঝড়ো হাওয়ার বোলারকে পরাস্ত করেছে। আজ আবারও তেমন কোন খেলা দেখাতে উদগ্রিব বাংলাদেশী খেলোয়াড়রা।
এদেশের লক্ষ-কোটি দর্শকরা চেয়ে আছে মুশফিকুর রহিমের বাংলাদেশ দলের দিকে। এখন শুধু সময়ই বলে দেবে কি গর্জন দেবে আমাদের সোনার ছেলেরা।