দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সাভার ট্রাজেডির মূল হোতা রানা প্লাজার মালিক রানার জামিন আদেশ আপিল বিভাগ স্থগিত করেছেন। এরআগে হাইকোর্ট তাকে জামিন দিয়েছিলেন।
সাভারে ভবন ধসে পড়া ঘটনার রানা প্লাজার মালিক সোহেল রানাকে ৬ মাসের জামিন দিয়ে হাইকোর্টের দেওয়া আদেশ আপিল বিভাগের চেম্বার বিচারপতি স্থগিত করেছেন।
রাষ্ট্রপক্ষের করা আবেদনের প্রেক্ষিতে গতকাল মঙ্গলবার চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ৪ সপ্তাহের জন্য হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন। আদালতে এই আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
ইমারত বিধি না মেনে ভবন নির্মাণ করার অভিযোগে চলা মামলায় ২৩ মার্চ বিচারপতি মো. রেজাউল হাসান ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর অবকাশকালীন বেঞ্চ ৬ মাসের জামিন দিয়েছিলৈন। অবশ্য অপর একটি মামলায় জামিন আবেদন ফেরত দেন মহামান্য আদালত।
উল্লেখ্য, গত বছর ২৪ এপ্রিল সাভারের রানা প্লাজা ভবন ধসে অন্তত ১১৩৩ জন নিহত হন। ঘটনায় পরেরদিন সাভার মডেল থানায় ইমারত বিধি না মেনে ভবন নির্মাণ করার অভিযোগে রাজউকের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. হেলাল আহমেদ এই মামলাটি দায়ের করেন। অপর দিকে অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে এনে গত বছর ২৫ এপ্রিল সাভার মডেল থানার উপ-পরিদর্শক ওয়ালি আশরাফ খান অপর একটি মামলা করেন।