The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

৯ মে মুক্তি পাচ্ছে ‘পুত্র এখন পয়সাওয়ালা’

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ শীর্ঘ্রই মুক্তি পেতে যাচ্ছে ‘পুত্র এখন পয়সাওয়ালা’ ছবিটি। নানা কারণে এই ছবিটির সব কাজ শেষ হলেও থেমে ছিল।


son is now big money

প্রযোজনা সংস্থা সূত্রে জানা যায়, বিভিন্ন কারণে সিনেমাটির মুক্তি বেঁধে ছিল। এখন এসব জটিলতা কাটিয়ে মুক্তির পর্যায়ে চলেে এসেছে। আগামী মে মাসের ৯ তারিখে মুক্তি পেতে যাচ্ছে নারগিস আখতার পরিচালিত ‘পুত্র এখন পয়সাওয়ালা’।

মাল্টিমিডিয়া প্রোডাকশন লিমিটেডের প্রযোজনায় ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন ববিতা, ইমন, নবাগত অনি, নবাগতা ফারাহ রুমা, সায়না আমিন প্রমুখ।

‘মেঘের কোলে রোদ’ ‘মেঘলা আকাশ’, ‘চার সতীনের ঘর’ ও ‘অবুঝ বউ’ পর এটি নারগিস আখতারের ৫ম সিনেমা। ‘শর্টকাটে বড়লোক’, ‘পৌষ মাসের পিরীতি’ পুরো কাজ শেষ হয়ে মুক্তির অপেক্ষায় রয়েছে। বর্তমানে শুটিং চলছে ‘তিনি যৈবতী কন্যার মন’ ছবির।

গতবছর থেকে বার বার মুক্তির তারিখ শোনা গেলেও নানাবিধ কারণে থেমে ছিল এই সিনেমাটির মুক্তি। অবশেষে মুক্তি পেতে যাচ্ছে এই ছবিটি। বর্তমান প্রজন্মের চাহিদাকে সামনে রেখে এর কাহিনী গড়ে উঠেছে। সব শ্রেণীর দর্শকদের ভালো লাগবে বলে জানিয়েছে প্রয়োজনা সংস্থা।

Loading...