দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভিনদেশীরা যখন বাংলাদেশে আসেন তখন বাংলাদেশের কৃষ্টি-কালচার বিশ্ব দরবারে উঠে আসে। এবারও এমনটি ঘটেছে টি-২০ বিশ্বকাপে। এবার রিকশায় চড়ে দুই চ্যাম্পিয়ন ক্যামেরা পোজ দিয়েছেন!
বাংলাদেশে অনুষ্ঠিত টি-২০ বিশ্বকাপে ছেলেদের বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে শ্রীলঙ্কা। অপর দিকে মেয়েদের বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়া। চ্যাম্পিয়ন শ্রীলংকা দলের অধিনায়ক লাসিথ মালিঙ্গা এবং অস্ট্রেলিয়া দলের মেগ ল্যানিং। খেলা শেষে তারা দুজনিই এক সঙ্গে রূপালী ট্রফি হাতে বাংলাদেশের ঐতিহ্যবাহী রিকশায় চড়ে ঠিক এভাবেই পোজ দিয়েছেন। এই ক্যামেরা পোজ যে শুধু তাঁদের ব্যক্তিগত এ্যালবামে যাবে তা নয়, সমগ্র বিশ্বে ছড়িয়ে যাবে। বাংলাদেশের ঐতিহ্যবাহী রিকশা বিশ্ববাসী দেখবে।
আন্তর্জাতিক বড় কোন আসর এলে এমন বিভিন্ন কৃষ্টি-কালচার উঠে আসে সবার সামনে। বাংলাদেশে খেলা কাভার করতে এসেছিলেন অন্তত শও পাঁচেক বিদেশেী সাংবাদিক। তারা খেলা কাভার করার পাশাপাশি বাংলদেশের বিভিন্ন কৃষ্টি-কালচার তুলে ধরবেন এটিই স্বাভাবিক। আর সেই সুবাদে স্বাগতিক দেশের নানা বিষয় চলে যায় বিশ্ব মিডিয়ায়। আর তাই আন্তর্জাতিক কোন টুর্ণামেন্ট হলে এটিই একটি বড় লাভ।