দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বেলার নির্বাহী পরিচালক সৈয়দা রিজওয়ানা হাসানের স্বামী আবু বকর সিদ্দিককে অপহরণ করেছে দুর্বৃত্তরা। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির একজন সংগঠকের স্বামীকে অপহরণ বিষয়টি নিয়ে মনে করা হচ্ছে, যেহেতু পরিবেশ আইনবিদ সমিতি সমাজের জন্য কাজ করেন তাই অপহরণটি পরিকল্পিত।
অপহরণের পর এ ঘটনায় অজ্ঞাত পরিচয় ৭/৮ জনকে আসামি করে গতকাল বুধবার অপহৃতের স্ত্রী সৈয়দা রিজওয়ানা হাসান বাদী হয়ে মামলা দায়ের করেন।
জানা যায়, গতকাল বুধবার দুপুরে ফতুল্লার দাপা এলাকার হামিদ ফ্যাশন থেকে ঢাকা যাওয়ার পথে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের দেলপাড়া ভূঁইয়া ফিলিং স্টেশনের কাছে অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তরা আবু বকর সিদ্দিককে অপহরণ করে। অজ্ঞাত পরিচয় ৭/৮ জন দুর্বৃত্ত এ ঘটনার সঙ্গে সম্পৃক্ত।
এদিকে রিজওয়ানা মামলায় অভিযোগ করে বলেছেন, পরিবেশগত আন্দোলনের সঙ্গে সম্পৃক্ততার কারণে তার ওপর আক্রোশবসত দুর্বৃত্তরা আবু বক্কর সিদ্দিককে অপহরণ করেছে। তিনি মনে করেন, আর পুরো ঘটনাটিেই একটি পরিকল্পিত।
উল্লেখ্য, সৈয়দা রিজওয়ানা হাসানের স্বামী নারায়ণগঞ্জে অবস্থিত রপ্তানিমুখী একটি পোশাক কারখানার একজন উচ্চপদস্থ কর্মকর্তা। তিনি দুপুরে প্রাইভেট কার যোগে নারায়ণগঞ্জ থেকে ঢাকায় ফিরছিলেন। পথে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ফতুল্লার ভূঁইয়া ফিলিং স্টেশনের সামনে একটি মাইক্রোবাস পেছন থেকে প্রাইভেট কারটিকে ধাক্কা দিলে আবু বকর সিদ্দিক গাড়ি থেকে নেমে আসলে দুর্বৃত্তরা তাঁকে জোরপূর্বক মাইক্রোবাসে উঠিয়ে নিয়ে যায়।