দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভেজাল পণ্যে বাজার সয়লাব হয়ে গেছে। ভেজাল ও নিম্নমানের সামগ্রী দিয়ে চকলেট তৈরি করায় ডেইরি মিল্ক কারখানা সিলগালা করেছে র্যাব-এর ভ্রাম্যমাণ আদালত।
দীর্ঘদিন ধরে ভেজাল ও নিম্নমানের সামগ্রী দিয়ে চকলেট তৈরি করে আসছিল ডেইরি মিল্ক চকলেট ফ্যাক্টরি নামে একটি কারখানা। গতকাল বুধবার এই কারখানাটি সিলগালা করে দিয়েছে র্যাব।
র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ এম আনোয়ার পাশার নেতৃত্ত্বে র্যাব-১০ এর ভ্রাম্যমাণ আদালত কেরানীগঞ্জের গদারপাড় এলাকায় ডেইরি মিল্কের কারখানায় অভিযান চালায়। এ সময় কারখানা থেকে বিপুল পরিমাণ ভেজাল চকলেট জব্দ এবং কারখণা সিলগালা করা হয়। এছাড়া প্রতিষ্ঠানের ৪ ম্যানেজার মো. মোজাদ্দেদুল ইসলাম মজু, মো. নাছির উদ্দিন খান, শেখ তারিক আজিজ ও বিশ্বজিত দেকে ৪ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে ৩ মাসের জেল দেওয়া হয়।
জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে ডেইরি মিল্ক চকলেট ফ্যাক্টরির কারখানার সন্ধান পান তারা। ওই কারখানায় গিয়ে দেখা যায়, সম্পূর্ণ ভেজাল এবং মেয়াদউর্ত্তীর্ণ বিভিন্ন উপকরণ দিয়ে চকলেট তৈরি করা হচ্ছে।
উল্লেখ্য, একটি বহুতল ভবনের ৬তলা ভবনে স্থাপিত এ কারখনায় ৯ ধরণের ক্যান্ডি, লিচু, চুইংগাম, ওয়েফার, এবং ডেইরি মিল্ক চকলেট তৈরি করা হচ্ছিল। উন্নতমানের যন্ত্রপাতি এবং অবকাঠামো নিয়ে বৃহৎ পরিসরে কারখানাটি চালানো হলেও কার্যত উন্নতমানের মোড়কে নিম্নমানের কাঁচামাল দিয়ে শিশুদের জন্য এইসব চকলেট তৈরি হয়ে আসছিল। যা শিশুদের স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে।