দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। আজ শনিবার, ২৬ এপ্রিল ২০১৪ খৃস্টাব্দ, ১৩ বৈশাখ ১৪২১ বঙ্গাব্দ, ২৫ জমা: সানি ১৪৩৫ হিজরি। দি ঢাকা টাইমস্ -এর পক্ষ থেকে সকলকে শুভ সকাল। আজ যাদের জন্মদিন তাদের সকলকে জানাই জন্মদিনের শুভেচ্ছা- শুভ জন্মদিন।
আমাদের জাতীয় পাখি দোয়েল। গ্রামে গেলে এখনও চোখে পড়বে আমাদের এই জাতীয় পাখিটি। দোয়েল সুপরিচিত হওয়ার কারণ নানা রকম সুরে ডাকাডাকির জন্য।
দোয়েল একটি অস্থির প্রজাতির পাখি। এরা সবসময় গাছের ডালে বা মাটিতে লাফিয়ে বেড়ায় খাবারের খোঁজে। কীট পতঙ্গ ও ছোট ছোট শুঁও পোকা দোয়েলের প্রধান খাদ্য। এমনও দেখা যায়, কখনো কখনো সন্ধ্যার আগেও এরা খাবারের খোঁজে বের হয়। চঞ্চলতায় মূলত এই দোয়েল পাখির একটি বড় বৈশিষ্ট্য। আর তাই এটি বাংলাদেশের জাতীয় পাখি। দোয়েল পাখি একটি আকর্ষনীয় পাখি । সাদা এবং কালোর সংমিশ্রণ পাখিটির গায়ের রং। বাংলাদেশের গ্রামাঞ্চলে গেলে এই দোয়েল দেখা যাবে।
ছবি: www.prothom-alo.com সৌজন্যে