দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ গতকাল রবিবার রাত ১১টার দিকে বঙ্গবন্ধু সেতুর ওপর দ্রুতযান এক্সপ্রেসের ৯ বগি লাইনচ্যুত হয়ে ২০ যাত্রী আহত হয়েছে। ঝড়ের বাতাসে ট্রেনটি লাইনচ্যুত হয়েছে বল প্রাথমিকভাবে দাবি করা হয়েছে। পশ্চিমাঞ্চেলের সঙ্গে ঢাকার ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে।
জানা যায়, রাত ১১টার দিকে ঝড়ো হাওয়ার কারণে হঠাৎ করে যমুনা সেতুর ৭ নং পিলারের কাছে ঢাকা থেকে দিনাজপুরগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি ৯ বগিসহ লাইনচ্যুত হয়। ১৩ বগি নিয়ে ওই ট্রেনটি রেলিং এর সঙ্গে ধাক্কা খায়। এ সময় ভীত সন্তন্ত্র হয়ে নামতে গিয়ে অন্তত ২০ যাত্রী আহত হয়। কেও নদীতে পড়ে গেছে কিনা তা দেখার রাতেই স্পীডবোর্ড দিয়ে তল্লাশি করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে। রাতেই ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন এসে উদ্ধার কাজ চালানোর কথা।
এদিকে এ ঘটনার পর বঙ্গবন্ধু সেতুর একটি লেন বন্ধ করে দেওয়া হয়েছে। একটি লেন চালু থাকায় সেতুর দু’পাশে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে।
এদিকে এ ঘটনার কারণে বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলীয় জোন দক্ষিণ ও উত্তরাঞ্চলের সঙ্গে রাজধানী ঢাকার ট্রেন যোগাযোগ সম্পূর্ণ বন্ধ রয়েছে।