দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আশরাফুলের বিপিএল ফিক্সিং কেলেঙ্কারি চূড়ান্ত রায় যে কোনো সময় হতে পারে। বিসিবি গঠিত ট্রািইবুনাল যে কোনো সময় আশরাফুলের রায় দেবে বলে জানা গেছে।
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ফিক্সিং এ অভিযুক্তদের বিরুদ্ধে এই মামলা চলছে। ২৬ ফেব্রুয়ারি বাংলাদেশ ক্রিকেট বোর্ড গঠিত ট্রাইব্যুনালে বিপিএলে ম্যাচ পাতানোর প্রাথমিক রায় দেওয়া হয়। এরপর প্রায় ২ মাস অতিক্রান্ত হলেও এখনো চূড়ান্ত রায় ঘোষণা করা হয়নি। জানা গেছে, আগামী কয়েক দিনের মধ্যেই আশরাফুলদের রায় ঘোষণা করার সম্ভাবনা রয়েছে। এই রায় বিপক্ষে গেলে বিপিএল ফিক্সিং এর ঘটনায় আশরাফুল ও সেলিম চৌধুরী ৩ থেকে ৫ বছর সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধও হতে পারেন- এমন আশংকা করা হচ্ছে।
উল্লেখ্য, বিপিএলের ২য় আসরে ম্যাচ পাতানোর কথা স্বেচ্ছায় স্বীকারও করেন আশরাফুল। অপরদিকে বিসিবি ট্রাইবুনালে ঢাকা গ্লাডিয়েটর্সের শিহাব চৌধুরী এবং শ্রীলঙ্কান ক্রিকেটার কৌশল লুকারচ্চির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়।