দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ঢাকা ডায়নামাইটসকে পরাজিত করে কাপ নিলো রংপুর রাইডার্স। এই প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লীগের শিরোপা ঘরে তুললো রংপুর রাইডার্স।
তিনবারের চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটসকে ৫৭ রানে পরাজিত করে জয় নিয়ে মাঠ ছাড়লো মাশরাফি বাহিনী।
আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে গেইল তাণ্ডবে ২০৬ রানের বিশাল সংগ্রহ করে রংপুর। জবাবে ১৪৯ রান তোলে ঢাকা।
আজ মিরপুরের হোম অব ক্রিকেটে গ্যালারিভর্তি সমর্থকদের ভালো মতোই নাচালেন ক্যারিবিয়ান মারকুটে ব্যাটসম্যান গেইল। তিনি ৬৯ বলে খেলেন ১৪৬ রানের বিধ্বংসী ইনিংস। ৫ চার ও ১৮টি ছয়ে সাজানো গেইলের স্ট্রাইক রেট ২১১.৫৯।
গেইলকে সঙ্গ দেন কিউই স্টার ম্যাককালাম। ৪৩ বলে ৪ চার ৩ ছয়ে তিনি করেন ৫১ রান। দুই জনই নিজেদের উইকেট জিইয়ে তবেই মাঠ ছাড়েন। সব মিলিয়ে রংপুরের সংগ্রহ ২০৬। জিততে হলে ঢাকাকে করতে হতো ২০৭ রান। কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি। পরাজয় বরণ করতে হয়েছে ঢাকাকে।