দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সৈন্য ছাড়া অভিযান পরিচালনার জন্য মূলত ড্রোন ব্যবহৃত হত। কিন্তু বর্তমানে এর ব্যবহার নানান দিকে ছড়িয়েছে। সামরিক ক্ষেত্রে ব্যবহারের পাশাপাশি এটি ব্যবহার করা হচ্ছে বিভিন্ন ব্যবসায়িক কাজে। এখন বিজ্ঞাপনের কাজেও ব্যবহার করা হচ্ছে ড্রোন।
বিজ্ঞাপন সংস্থা ড্রোনকাস্ট বিভিন্ন প্রতিষ্ঠানের বিজ্ঞাপন প্রচারের জন্য ব্যবহার করছে ড্রোন। তারা এর সাথে বিজ্ঞাপনের বাণী লেখা একটি ব্যানার ঝুলিয়ে দেয়। অতঃপর এটি ব্যস্ত এলাকা ও সড়কের চারপাশে উড়তে থাকে। সাধারণত ব্যানারটি হয় ৬ ফুট লম্বা এবং ব্যানারসহ ড্রোন ভূমি থেকে ২৫ ফুট উপরে থাকে। একে এডভারটাইজিং না বলে ড্রোনভারটাইজিং বলা যায়।
ড্রোনকাস্ট এর ফিলাডেলফিয়ায় এখনি ৫জন মক্কেল আছে। ড্রোনকাস্ট নিজেদের ৪০০০ ডলার মূল্যের এমন চারটি ড্রোন বিজ্ঞাপনের কাজে ব্যবহার করে প্রত্যেক মক্কেল থেকে দৈনিক ১০০ ডলার করে পায়।
ড্রোনকাস্ট এর এভাবে বিজ্ঞাপন প্রচার অবৈধ কিনা, এখনও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তবে FAA ড্রোনের বাণিজ্যিক ব্যবহার নিশ্চিত করা চেষ্টা করে যাচ্ছে। এজেন্সিটি গত নভেম্বরে কৃষকদের ফসল পাহারায় ড্রোনের ব্যবহারের কথা বলেছিল।
ড্রোনকাস্ট ছাড়াও ফিলাডেলফিয়ার আরেকটি কোম্পানি মানায়াঙ্ক ক্লিনারস কাপড় পৌঁছে দিতে ড্রোন ব্যবহার করছে। সান ফ্রান্সিস্কোর এক স্থাবর সম্পত্তি ব্যবসায়ী বাড়ি বিক্রির জন্য এর মডেল প্রদর্শনের জন্য ড্রোন ব্যবহার করেছে। এমনকি যুক্তরাষ্ট্রে ডোমিনো পিজা ডেলিভারির কাজে ড্রোন ব্যবহার করছে।
সূত্রঃ Mashable