দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমরা তৃষ্ণা মেটাতে আমার নানা পানীয় পান করে থাকি। কিন্তু সেগুলো শরীরের কতখানি অপকার করে তা কখনও চিন্তাও করি না। এসব কৃত্রিম পানীয় না খেয়ে ডাবের পানি পান করলে কি উপকার পাওয়া যায় সে সম্পর্কে আমাদের কোনই ধারণা নেই। আজ ডাবের উপকারীতা সম্পর্কে আলোচনা করা হবে।
চৈত্র, বৈশাখ ও জৈষ্ঠ্য এই তিন মাসই পড়বে প্রচণ্ড গরম। এ সময় গরমে আমরা সবাই ক্লান্ত হয়ে পড়ি। অস্বাভাবিক গরমের জন্য শরীর প্রচণ্ডভাবে ঘেমে গিয়ে বেরিয়ে আসে নানান খনিজ লবণ। এতে করে দেহ হয়ে পড়ে পানিশূন্য। এমন অবস্থায় পিপাসার মাত্রাও বেড়ে যায়। হাই-ফাই করে পানি বা পানীয় জাতীয় কিছু খাওয়ার জন্য। তখন সামনে যা পাওয়া যাবে তাই আমাদের কাছে যেনো প্রিয় হয়ে ওঠে। যেমন বাজারের সফট ড্রিংক আমাদের কাছে প্রিয় খাদ্য হিসেবে পরিগণিত হয়ে থাকে। ওই গরম থেকে রেহাই পেতে তাই আমরা ফ্রিজের এসব ড্রিংক পান করি। কিন্তু ওইসব পানীয় শরীরের কতখানি উপকার করে বা অপকার করে তা আমরা একেবারেই জানি না। কারণ কোমল পানীয়তে রয়েছে ফসফরিক এসিড, কার্বন ডাই অক্সাইড, ক্যাফেইন, সুগার, অ্যালুমিনিয়াম ইত্যাদি। এগুলো মূলত আমাদের দেহের ক্ষতি করে থাকে। সেই সঙ্গে কোলেস্ট্রল মানে অতিরিক্ত মেদও বাড়িয়ে দেয়। এক কথায় আমাদের শরীরের ওজন বৃদ্ধি করে এসব কোমল পানীয়।
এমন পরিস্থিতিতে আপনি খেতে পারেন ডাবের পানি। এটি কোনো কৃত্রিম পানীয় নয়। এটি একটি অত্যন্ত উপকারী একটি পানীয়।
শরীর থেকে যে সব লবণ গরমের কারণে বের হয়ে যায় তা পূরণ করতে হবে। এজন্য আমাদের খাদ্য তালিকায় থাকে নানান ধরনের ফলের শরবত, কোমল পানীয়, ডাবের পানি। এসব ড্রিংকের মধ্যে একমাত্র ডাবের পানি সম্পূর্ণ ব্যতিক্রম।
ডাবের পানি শুধুমাত্র পানীয় হিসেবেই সীমাবদ্ধ তা নয়, ডাবের পানিতে রয়েছে প্রচুর পরিমাণে লবণ ও নানারকম রোগ প্রতিরোধের ক্ষমতা। যা অনেক জটিল রোগ নিরাময়ে বিশেষভাবে কাজ করে থাকে।
ছবি: jibonbarta.com/jotil.priyo.com এর সৌজন্যে
This post was last modified on জানুয়ারী ২৯, ২০২৪ 11:41 পূর্বাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শনিবার, ১১ জানুয়ারী ২০২৫ খৃস্টাব্দ, ২৭ পৌষ ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আপনি দুধ কোন সময় খাচ্ছেন ও কতোটুকু খাচ্ছেন, তা জানা…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বর্তমান সময়ে বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং এন্ড কলিং প্ল্যাটফর্ম হলো…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নুহাশের চলচ্চিত্র মানেই এক অন্যরকম অনুভূতি। আর সেই চলচ্চিত্র ‘বেসুরা’য়…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ গাজার মতোই অধিকৃত পশ্চিম তীরকেও ধ্বংসস্তূপে পরিণত করতে চাই ইসরায়েলি…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সোনা ভেবে রাস্তা থেকে পাথর কুড়িয়ে এনেছিলেন এক ব্যক্তি। ১৫…