দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বহুদিন পর আবার পদ্মা সেতুর খবর। আগামী জুনের প্রথম সপ্তাহে কার্যাদেশ দেওয়া হবে বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।
যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, নির্ধারিত সময়ের আগেই পদ্মা সেতুর কার্যাদেশ দেয়া হবে। মন্ত্রী গতকাল শুক্রবার মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়ায় পদ্মা সেতু রেস্ট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন।
যোগাযোগমন্ত্রী বলেন, জুনের শেষ সপ্তাহে কার্যাদেশ দেয়ার কথা থাকলেও প্রথম সপ্তাহেই এ কার্যাদেশ দেয়া সম্ভব হবে। তিনি জানান, চায়না মেজর ব্রিজ এই কার্যাদেশ পেতে যাচ্ছে, কিন্তু এখনও যাচাই-বাছাইয়ের বিষয় আছে। চায়না মেজর ব্রিজের প্রস্তাব জাতীয় স্বার্থের বিরুদ্ধে না গেলে তবেই তারাই এ কাজ পেতে পারে বলে উল্লেখ করেন যোগাযোগমন্ত্রী।
তিনি জানান, ইতিমধ্যে মাওয়া এপ্রোচ রোডের কাজও সমাপ্তের পথে। মাওয়া ঘাটকে জরুরি ভিত্তিতে স্থানান্তর করতে গিয়ে অস্থায়ীভাবে শিমুলিয়া বাজারের কাছে ঘাট স্থানান্তরের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে।
এদিকে মাওয়া থেকে বাবুবাজার ব্রিজ পর্যন্ত মহাসড়ক চার লেনে উন্নীত করা হবে বলেও জানান যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।
উল্লেখ্য, পদ্মাসেতু নিয়ে গত তিন বছর যাবত চলছে নানা কাহিনী। দুর্নীতির অভিযোগ ওঠায় সাবেক যোগাযোগমন্ত্রীকে পদত্যাগ করতে হয়। বিশ্বব্যাংক, আইএমএফসহ বিদেশী আর্থিক প্রতিষ্ঠানগুলো পদ্মা সেতুতে দেওয়া অর্থ বরাদ্দ বাতিল করেন। এমন এক পরিস্থিতিতে বর্তমান সরকার আগের টার্মের শেষে এসে পদ্মাসেতু করার ব্যাপারে তাদের দৃঢ় মনোভাব ব্যক্ত করে। সেই মোতাবেক ৫ জানুয়ারির নির্বাচনের পর বর্তমান ক্ষমতাসীন সরকার পদ্মা সেতু বাস্তবায়নের কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে।