দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্যানেল মেয়র নজরুল ইসলমাসহ ৫ জনকে অপহরণ ও হত্যা মামলার প্রধান আসামী নূর হোসেনের বাড়িতে পুলিশি অভিযান চালিয়েছে। এ সময় পুলিশ একটি রক্তমাখা মাইক্রোবাস জব্দ করে। ৩ জনকে আটকও করেছে পুলিশ।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলামসহ ৫ জন অপহরণের মামলার প্রধান আসামি কাউন্সিলর নূর হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে রক্তমাখা মাইক্রোবাস (ঢাকা মেট্রো চ-১৫০৫১০) জব্দ করেছে। এ সময় পুলিশ ৩ জনকে আটক করে। আজ শনিবার বেলা ১১টা থেকে শুরু হওয়া এ অভিযান এখনও চলছে। সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড় টেকপাড়া এলাকায় অবস্থিত নূর হোসেনের বাড়ির চারদিকে সকাল সাড়ে ১০টা থেকে পুলিশ ঘেরাও করে রেখেছে বলে বাংলাদেশ নিউজ২৪ এ খবর দিয়েছে।