দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সম্প্রতি মৌমাছি হারিয়ে যাচ্ছে পৃথিবী থেকে। এতে করে পৃথিবীর প্রাকৃতিক বৈচিত্র্য এবং ভারসাম্য হুমকির মুখে পরবে। মৌমাছি সারা পৃথিবী জুড়ে ফসল উৎপাদনে বিশেষ কার্যকরী ভূমিকা পালন করে থাকে। চলুন জেনে নেয়া যাক আসলেই মৌমাছি না থাকলে কি কি সমস্যার সম্মুখীন হতে হবে আমাদের।
সারাবিশ্বে ১০০ শতাংশ শস্য উৎপাদনে মৌমাছি সরাসরি ভূমিকা রাখে ৯০% ক্ষেত্রে। একটি গবেষণা অনুযায়ী সারা পৃথিবী জুড়ে ফসল উৎপাদনের ক্ষেত্রে মৌমাছি আমাদের ৩০ বিলিয়ন ডলারের উপরে অর্থ সাশ্রয় করে থাকে। মৌমাছি কিছু গাছ-পালা নতুন করে জন্মাতে সাহায্য করে, এক্ষেত্রে মৌমাছি না থাকলে ওইসব গাছ-পালা জন্মানো কমে যাবে। এতে করে যেসব প্রাণী ওইসব গাছ-পালা থেকে সরাসরি উপকৃত হয় এবং বেঁচে থাকতে ওইসব গাছ-পালা খেয়ে থাকে, তারা খাদ্য অভাবে মারা যাবে। এতে করে খাদ্য শৃঙ্খলে ভয়ংকর প্রভাব পড়বে।
ইতিমধ্যে মৌমাছি আশংকাজনকভাবে হ্রাস পাচ্ছে। এর পেছনে কারণ হচ্ছে, বৃক্ষ নিধন, বৈশ্বিক উষ্ণতা, অপরিকল্পিত নগরায়ন, বন ধ্বংস, ফসলে কীটনাশক ব্যবহার। বিষয়টি ভাবিয়ে তুলেছে গবেষকদের। এটিকে অনেকে প্রাকৃতিক বিপর্যয়ের আলামত বলে মনে করছেন।
পৃথিবী থেকে যদি মৌমাছি হারিয়ে যায়, তবে আমাদের ফসল উৎপাদনে পরাগায়ণ থেকে শুরু করে বিভিন্ন প্রাকৃতিক কাজ যা মৌমাছি করে থাকে তা আমাদের কৃত্রিমভাবে করতে হবে। এটি হবে অত্যন্ত ব্যয়বহুল, অনেক দরিদ্র দেশ কৃত্রিম উপায়ে ফসল উৎপাদন করতে পারবেনা। ফলে দেশজুড়ে খাদ্য ঘাটতি দেখা দিতে পারে।
অতএব, আশু এসব বিপর্যয় থেকে বাঁচতে হলে আমাদের এখনই সচেতন হতে হবে। মনে রাখতে হবে প্রাকৃতিক পরিবেশ যদি আমরা নষ্ট করি, তবে প্রকৃতি অবশ্যই তার বিরূপ প্রভাব আমাদের দেখাবে।
ভিডিওঃ
সূত্রঃ বিবিসি