দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ যখন আপনি আপনার বাঁকানো চুলের ধরণ পরিবর্তন করে নিজেকে সম্পূর্ণ পাল্টাতে চাচ্ছেন তখন এটি করার জন্য ব্যবহৃত রাসায়নিক পদার্থগুলোর কথা আরেকবার ভাবুন। কারণ এই রাসায়নিক উপাদানগুলো আপনার মাথার ত্বকে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
বাঁকানো চুলকে পরিবর্তন করে সোজা এবং নমনীয় চুলে পরিণত করার পদ্ধতিটির নাম রিবন্ডিং। এই রিবন্ডিং করার জন্য এক ধরনের রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয় যা চুলের প্রাকৃতিক বন্ধনকে মুক্ত করে। ফলে বাঁকানো চুলকে খুব সহজেই সোজা চুলে পরিণত করা যায়। রড অ্যাঙ্কার হলেন মুনসুন সেলুনের একজন ক্রিয়েটিভ ডিরেক্টর। তারা প্রায় সময়ে চুলের রিবন্ডিং এর উপর ছাড় দিয়ে থাকে। অ্যাঙ্কার এই রিবন্ডিং এর বিষয়ে বলেন, ‘সাধারণত বাঁকানো চুলের সোজা করার জন্য রিবন্ডিং করা হয় তবে অনেকে রয়েছেন যারা চুলের ঝরঝরে ভাব কিংবা নমনীয়তার জন্য রিবন্ডিং করে থাকেন। এর জন্য চুলের প্রাকৃতিক যে বন্ধনটি রয়েছে তা আগে ভাঙ্গা হয়, এরপর এক প্রকার নিউট্রিলাইজার দিয়ে চুলের রিবন্ডিং এর গঠন তৈরি করা হয়। তারপর গ্রাহকের চাহিদা অনুযায়ী চুলকে সাজিয়ে দেওয়া হয়।’
সুজানা শাহ, ল্যাকমি সেলুনের অন্যতম কর্ণধার। তিনি বলেন, রিবন্ডিং করার প্রক্রিয়াটি একেবারে ঝামেলামুক্ত। বিশেষকরে গ্রীষ্মের সময়ে এর চাহিদা বেড়ে যায় কেননা এই সময় সূর্যের তাপ এবং বাতাসের আর্দ্রতা বাঁকানো চুলকে আরো বেশি অগোছালো করে দেয়। এই সময়ের সূর্যের তাপ আপনার চুলকে ভেঙ্গে ফেলতে পারে। তাছাড়া বাতাসে থাকা ধুলোবালি আপনার চুলের ত্বকে পৌঁছে চুলের করতে পারে মারাত্মক ক্ষতি। চুলের এই অবস্থায় রিবন্ডিং করাটা বেশ কঠিন হয়ে পড়ে। তাই আপনি যদি রিবন্ডিং করতে আগ্রহী হয়ে থাকেন তবে আপনার মাথাটি বাইরের পরিবেশ থেকে ঢেকে রাখা উচিত।
রিবন্ডিং করার জন্য ব্যবহৃত রাসায়নিক উপাদানগুলো চুলের ভেতরে ত্বকে পৌঁছে তারপর চুলের প্রাকৃতিক বন্ধনমুক্ত করে। তাই ধুলোবালিতে আক্রান্ত চুল ত্বকে এই রাসায়নিক উপাদান পৌঁছে চুলের ক্ষতি করতে পারে।
তথ্যসূত্রঃ টাইমসঅবইন্ডিয়া