দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশনে সিলেটগামী কালনি এক্সপ্রেস ট্রেনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট।
ফাইল ফটো
কমলাপুর স্টেশন থেকে ছেড়ে আসার পর ক্যান্টনমেন্ট স্টেশনে পৌঁছার আগেই আগুন লাগে সিলেটগামী কালনি এক্সপ্রেস ট্রেনটিতে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছেন।
বেলা সোয়া ২টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত কি কারণে আগুন লেগেছে এবং ক্ষয়ক্ষিতর পরিমাণ সে বিষয়ে কিছুই জানা যায়নি।
সর্বশেষ আপটেট:
সর্বশেষ খবরে জানা গেছে, ক্যান্টনমেন্ট স্টেশনের কালনি এক্সপ্রেস ট্রেনের আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। ২টি বগি সম্পূর্ণ ও ১টি বগি আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে। এক যাত্রী আহত হয়েছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।