দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ একটি ছবি অনেক কথা বলে, আর যদি ছবিটি কোন বিশেষ মুহূর্তে বিশেষ ক্লিকে উঠে আসে তবে তা তাৎক্ষণিক অভিব্যক্তি ফুটিয়ে তুলে। ফটোগ্রাফারের দ্রুত পারদর্শিতায় একটি বিরল মুহূর্ত উঠে আসে দর্শকের সামনে।
আমাদের চার পাশে এমন কিছু ঘটনা ঘটে যা তাৎক্ষণিক মানুষকে হতবিহব্বল করে দেয়। ঠিক ঐ সময়টিতে মানুষ হয় ঘটনার পারিপার্শ্বিকতা বুঝার চেষ্টা করে কিংবা নিজেকে আত্মরক্ষা করার চেষ্টা করে। ফলে এই সময় মানুষের পক্ষে ফ্রেম বন্দী করে রাখার প্রশ্নই আসেনা। তবে হ্যা কিছু মানুষ ব্যতিক্রম। এরা সব সময় এমন দৃশ্য ফ্রেম বন্দী করে রাখার চেষ্টায় থাকেন।
চলুন দেখে নেয়া যাক কিছু অসাধারণ দৃশ্যঃ
১)
উপরের ছবিতে এমন সময় চিলের ছবি ধারণ করা হয়েছে, যেখানে তাৎক্ষণিক একটি রকেট উড়ে গেছে। এবং দৃশ্য পট দেখে মনে হচ্ছে চিল এর দুরন্ত গতি থেকেই ধোঁয়া নির্গত হচ্ছে।
২)
উপরের ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন, ভদ্রলোকের হাত থেকে পাখিটি আইস ক্রিম কেড়ে নিয়ে উড়ে যাচ্ছে। তাৎক্ষণিক অসাধারণ ছবিটি উঠে এসেছে ক্যামেরায়।
৩)
ছবিতে ফটোগ্রাফার, মেঘ এবং ভাস্কর্যকে এমন ভাবে প্লেস করেছেন দেখে মনে হচ্ছে ভাস্কর্যের বাঁশি থেকেই মেঘের মত ধোঁয়া নির্গত হচ্ছে।
চমকে যাওয়ার মত তিনটি গাছ সম্পর্কে জানুন
৪)
উপরের ছবিটি এমন সময় ধারন করা হয়েছে যখন সূর্য ঠিক ক্রেনের নিচে! মনে হচ্ছে ক্রেনে সূর্য ঝুলছে!
৫)
এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি, অনেকের মাঝে একজন সব সময় ব্যক্তিক্রম থাকেই!
৬)
চার দিকে ভবন মাঝ থেকেই ফটোগ্রাফার অসাধারণ ক্লিকে এই ছবি তুলে নিয়েছেন।
৭)
ছবিটি দেখে ৯৯ শতাংশ মানুষ প্রথমবার বোকা হয়ে যায়। আসলে এখানে দুই জন নয়, তিন জন মানুষ এবং কিছুটা চালাকির মাধ্যমে ধাঁধা তৈরি করা হয়েছে।
8)
এটি বেজ বল খেলার মাঠে ব্যাটসম্যানের হাত থেকে ব্যাট ছুটে দর্শক গ্যালারিতে এসে পড়ার বিরল দৃশ্য। একবার ভেবে দেখুক ক্যামেরাম্যান ঐ সময় কতোটা তৎপর ছিলেন বলেই এই ছবি তাৎক্ষণিক উঠে এসেছে!
৯)
ইউরোপিয়ান ইউনিয়নের নেতাদের এক ভাষণে বক্তিতা দেয়ার মুহূর্তে এমন এক ছবি উঠে এসেছে, দেখে মনে হচ্ছে মঞ্চ শূন্যে অবস্থিত! আসলেই কি তাই? নাহ প্রকৃত পক্ষে মঞ্চ শূন্যে নয়, মঞ্চের ঠিক পাশেই জাতীয় পতাকার ছায়া পড়েছে বলেই এমনটা মনে হচ্ছে।
১০)
এই ছবিটি রোমের! ভাস্কর্যের এমন যায়গায় পাখিটি বসে আছে দেখে মনে হচ্ছে এই বুঝি কোপ পড়ল!
১১)
একটু ভালো ভাবে খেয়াল করলেই বুঝবেন কুকুর নয়! কুকুরের ঠিক পেছনেই মালিক বসে আছে, তবে এমন ভাবে অবস্থান দেখে মনে হচ্ছে বাস্তবিক একটি কুকুরের ম্যাসকট!