দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আপনার ত্বকে কালো পোড়া দাগ হতে পারে। এই কালো পোড়া দাগ দূর না করলে এটি আপনার ত্বকের জন্য স্থায়ী সমস্যা সৃষ্টি করতে পারে। কিভাবে ত্বকের এই কালো পোড়া দাগ দূর করবেন সে বিষয় নিয়েই আামদের এই প্রতিবেদন।
যতোই গরম পড়ুক আপনাকে নিত্য প্রয়োজনে অবশ্যই বাইরে যেতে হবে। আর বাইরে এখন যেমন রোদ পড়ছে তাতে গরমের কারণে আপনার ত্বকে কালো পোড়া দাগ পড়তে পারে। পুরুষ এবং মহিলা উভয়ের এই সমস্যা হতে পারে। তবে মহিলাদের ত্বক খুব নরম ও কোমল হওয়ায় তাদের এই সমস্যা বেশি দেখা যায়। তবে সেটি হয়তো কোনো ব্যাপার হবে না যদি আপনি সঠিকভাবে পরিচর্যা করতে পারেন। কিন্তু এই কালো দাগ কিভাবে পরিষ্কার করবেন? আজ সে বিষয়েই আলোচনা করা হবে।
ত্বকের এই দাগ থেকে নিষ্কৃতি পেতে লেবুর রস এবং শসা বড়ই উপকারী। সাথে রাখতে হবে হলুদ গুড়া তাহলে খুব সহজে এই কালো দাগ থেকে আপনি নিস্তার পাবেন। এখন কিভাবে এই পরিচর্যা করবেন তা জেনে নেওয়া যাক।
শসার সাহায্যে ত্বকের কালো পোড়া ভাব যেমন দূর হয়, ঠিক তেমনি চেহারায় আসে অনেকটা ফ্রেশ ভাব। আবার লেবুর মধ্যে থাকা সাইট্রিক অ্যাসিড কাজ করে মেলানিনের ভাব কমাতে। এই দুই আইটেম দিয়েই বানানো যেতে পারে গরমের উপকারী ফেস মাস্ক। যা আপনার ত্বকে পোড়া দাগ উঠাতে সাহায্য করবে।
এই ফেস মাস্ক বানাতে লাগবে:
কীভাবে ব্যবহার করবেন এটি:
সব উপকরণ একসঙ্গে মিশিয়ে সারা মুখে প্যাকের মতো করে লাগান। চোখের তলার অংশেও লাগাতে হবে। তুলো ছোট বল আকারে গোল করে সেই বলের সাহায্যে লাগালে ভালো ফল পাওয়া যাবে। ১৫/২০ মিনিট রেখে নরমাল বা ঠাণ্ডা পানিতে মুখ ভালোকরে ধুয়ে ফেলুন। এভাবে যদি প্রতিদিন একবার করে টানা সপ্তাহ দুয়েক ব্যবহার করেন তাহলে বিশেষ করে তৈলাক্ত ত্বকে এটি খুব ভালো কাজ করবে। এভাবে আপনি এই গরমের সময় রোদে ত্বকে যে কালো দাগ পড়ে তা থেকে নিষ্কৃতি পেতে পারেন।
ছবি: bn-in.facebook.com/banglamakeuptips.blogspot.com/udrajirannaghor.wordpress.com এর সৌজন্যে