দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বিজ্ঞানীরা পৃথিবীর বিভিন্ন স্থানে খনন কাজ পরিচালনা করে প্রায় হাজার বছরের পুরোনো বিভিন্ন গুপ্ত জিনিস আবিষ্কার করেছেন। সাম্প্রতিক সময়ে তেমনি একটি খননকার্য পরিচালনা করে তারা বিশ্বের সবচেয়ে বড় ডাইনোসরের ফসিল আবিষ্কার করেছেন।
তিনবছর আগে একটি স্থানীয় কৃষক পরিবার আর্জেন্টিনার প্রত্নতাত্ত্বিক শহর পাতাগোনিয়া দিয়ে যাওয়ার সময় অপ্রত্যাশিতভাবে হোঁচট খাওয়ার ফলে আবিষ্কৃত হয় এই ফসিলটি। পরিবারটি নিকটবর্তী জীবাশ্মবিজ্ঞান জাদুঘরে এই বিষয়টি অবহিত করেন। এই প্রত্নতাত্ত্বিক এলাকাটি খননের পর বিজ্ঞানীরা আবিষ্কার করেন প্রায় ২০০টি ফসিল। ফসিলগুলোর বিভিন্ন অংশ ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা যায়। এরমধ্য থেকে তারা গুরুত্বপূর্ণ কিছু জিনিস আবিষ্কার করেন তারমধ্যে রয়েছে প্রাণীর ঘাড়, মেরুদণ্ড এবং পা। এছাড়াও তারা দেখতে পান যে, প্রাণীর একটি বিশালাকার লেজের অংশ। তারা বুঝতে পারেন এটি একটি ভার্টিব্রাটা পর্বের প্রাণী।
আরো কিছু গবেষণার পর তারা বুঝতে পারেন এটি একটি ডাইনোসরের ফসিল এবং তবে বিশ্বের সবচেয়ে বড় ডাইনোসরের ফসিল এটি। গবেষকরা এই ডাইনোসর সম্পর্কে বলেন, আজ থেকে প্রায় ৯৫ মিলিয়ন বছর পূর্বে ক্রেটাসিয়াস যুগে এই বিশালাকার ডাইনোসরটি বসবাস করতো। এর ওজন হবে আনুমানিক ৮০ টন বা ৮০০০০ কেজি এবং এই ডাইনোসরটি শুধুমাত্র লেজ বাদ দিয়েই প্রায় ৬৫ ফুট লম্বা। এর মাথা থেকে শুরু করে পুরো লেজসহ মোট দৈর্ঘ্য হবে ১৩০ ফুট বা ৪০ মিটার লম্বা। গবেষকরা বলছেন, এটি টিটানোসর গোত্রের ডাইনোসর।
তবে ইতিমধ্যে এই ডাইনোসরের নামকরণ করা হয়নি। মিউজিয়াম কর্তৃপক্ষ বলছে, এই ডাইনোসরের নামকরণের ক্ষেত্রে স্থানের নাম কিংবা সেই কৃষকের নামকে প্রাধান্য দেওয়া হবে যিনি এটি প্রথম আবিষ্কার করেন।
তথ্যসূত্রঃ টেকজার্নাল