দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বিশ্বের সবচেয়ে মোটা ব্যক্তি মাত্র ৪৮ বছর বয়সে গত সোমবার তার নিজ দেশ মেক্সিকোতে মারা গিয়েছেন। তিনি প্রায় এক দশকের তার এই শারীরিক আকৃতির কারণে বিছানায় পড়া ছিলেন।
মেক্সিকোর মানুএল ইউরিব ছিলেন গিনেস বুক অব রেকর্ডের স্বীকৃত বিশ্বের সবচেয়ে মোটা ব্যক্তি। তার ওজন ছিল ১২৩০ পাউন্ড বা ৫৬০ কেজি। তিনি মেক্সিকোর নিউবো লিউন শহরের বাসিন্দা ছিলেন। গত সোমবার নিউবো লিউনের কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে হাসপাতালের অনুমতিক্রমে তার মৃত্যু ঘোষণা করেন। তিনি ২০০৬ সালে গিনেস বুক অব রেকর্ডসের স্বীকৃতি লাভ করেছিলেন।
ইউরিব প্রায় এক যুগ ধরে বিছানায় পড়া ছিলেন কারণ তার এই শারীরিক ওজন নিয়ে চলাচল করার সামর্থ্য ছিল না। দীর্ঘদিন তিনি বিছানায় থাকার কারণে শেষ দিকে তার কিছু ওজন কমে গিয়েছিল মৃত্যুকালে তার ওজন ছিল ৩৯৪ কেজি বা ৮৬৭ পাউন্ড। তার মৃত্যুর কারণ পুরোপুরি নির্ধারণ করা যায়নি। তবে হাসপাতালের সূত্রে এসোসিয়েটেড প্রেসের বরাত দিয়ে জানা যায় যে, তিনি মে মাসের ২ তারিখ থেকে অস্বাভাবিক হৃদস্পন্দনের রোগে ভুগছিলেন।
এই অবস্থায় ইউরিবকে হাসপাতালে ভর্তি করা হয়। ডাক্তারী পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে দেখা যায়, ইউরিব লিভারের সমস্যায় ভুগছিলেন। ইউরিবের ডাকনাম ছিল মেমে। তিনি ২০০৮ সালে ক্লডিয়া সলিসকে বিয়ে করেন।
তথ্যসূত্রঃ ইন্ডিপেন্ডেন্ট