দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। আজ মঙ্গলবার, ১০ জুন ২০১৪ খৃস্টাব্দ, ২৭ জৈষ্ঠ্য ১৪২১ বঙ্গাব্দ, ১১ সাবান ১৪৩৫ হিজরি। দি ঢাকা টাইমস্ -এর পক্ষ থেকে সকলকে শুভ সকাল। আজ যাদের জন্মদিন তাদের সকলকে জানাই জন্মদিনের শুভেচ্ছা- শুভ জন্মদিন।
এমন দৃশ্য শুভ সকালের নয়। ঠিক উল্টো কারণে এমন দৃশ্য শুভ সকালে দেওয়া হলো। আর তা হলো এমন দৃশ্য আমরা শুধু সকাল নয়, দিনের কোন সময় এবং কখনই দেখতে চাই না।
এই ছবিটি সম্প্রতি আফগানিস্তানে বন্যার ছবি। বন্যার কারণে অবোধ শিশুদের চরমতম মূল্য দিতে হচ্ছে। এমন দৃশ্যের অবতারণা যেনো পৃথিবীর কোনই প্রান্তেই না হয়। পৃথিবীর কোথাও যেনো এমন প্রাকৃতিক দুর্যােগের মানবিক বিপর্যয় দেখা না দেয়- সেটিই আমাদের একমাত্র কামনা।