দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথম দর্শনেই প্রেম বলে একটি কথা বাংলা সাহিত্যে বেশ প্রচলিত রয়েছে। আজকাল তরুন তরুণীরা প্রেম বা ভালবাসার ক্ষেত্রে নিজের সম্পর্কে কিংবা যাকে পছন্দ করতে যাচ্ছে সে সম্পর্কে ভালোভাবে জানার আগেই দর্শনেই মুগ্ধ হয়ে প্রেমে পড়ে যায়। চলুন দেখে নেওয়া যাক যে কয়টি বিষয় একজন পুরুষকে প্রথম দর্শনেই একজন নারী মুগ্ধ করে।
১. হাসি কেমন
একজন নারীর সব সৌন্দর্য লুকিয়ে থাকে তার হাসির মধ্যে, হাসির মাধ্যমে একজন নারী প্রথম দর্শনেই একজন পুরুষকে ঘায়েল করতে পারে। তাই একজন পুরুষ প্রথম দর্শনেই একজন নারীর হাসি লক্ষ্য করে থাকেন। হাসির মুগ্ধতা দিয়ে কাটিয়ে দিতে পারবেন সারাটা জীবন।
২. পোশাক
প্রথম দর্শনে বেশিরভাগ পুরুষই নারীর পোশাক পরিচ্ছদের দিকে লক্ষ্য করে থাকেন। একটি সুন্দর পোশাক নারীর সৌন্দর্যকে আরো বাড়িয়ে তোলে। তাছাড়া পোশাকের মাধ্যমে নারীর রুচিবোধ সম্পর্কে ধারণা পাওয়া যায়। মজার বিষয়টি হলো উত্তেজক পোশাকের দিকে বেশিরভাগ পুরুষ লক্ষ্য করে থাকলেও তারা ভালোবাসার ক্ষেত্রে একটি রুচিশীল শালীন পোশাকের মেয়েই পছন্দ করে থাকেন।
৩. কথা বলার ধরন
দেখা গেল হাসি সুন্দর, পোশাক সুন্দর কিন্তু কথার ভঙ্গি বা ভাষার উচ্চারণ সুন্দর না তবে সে ধরনের নারীদের পুরুষরা এড়িয়ে চলে। নারীদের কথার ভঙ্গির মধ্যে রয়েছে মোহনিয়তা যা পুরুষদের আকৃষ্ট করে। আরেকটি বিষয় রয়েছে এই ক্ষেত্রে যে, নারীটি কি বেশি কথা বলে কিনা বা বাচাল প্রকৃতির কিনা সেই বিষয়ে লক্ষ্যও করে থাকেন।
৪. চুলের ধরণ
নারীর আরেকটি সৌন্দর্যের প্রতীক হলো তার চুল। নারীদের চুলের মোহনিয়তার প্রতি আকর্ষণ নেই এমন মানুষ খুজে পাওয়া দুষ্কর। তাই প্রথম দর্শনে বেশিরভাগ পুরুষই নারীর চুল দেখে থাকেন। ঝলমলে চুলের অধিকারী নারীরা পুরুষদের মন জয় করতে পারেন সহজে।
তথ্যসূত্রঃপ্রিয়.কম