দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সারাবিশ্বের অন্যতম জনপ্রিয় খেলা হিসেবে বিবেচনা করা হয় ফুটবলকে। জনপ্রিয়তার মাপকাঠিতে ফুটবলের সাথে আর কোন খেলারই তুলনা হয় না। কিন্তু মজার বিষয় হলো একমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রে এই খেলাকে সকার নামে ডাকা হয়। চলুন জেনে নেওয়া ফুটবলকে তাদের এই অদ্ভুত নামকরণের কারণ কি?
মার্কিন যুক্তরাষ্ট্রে এই অদ্ভুত খেলাটিকে সকার নামে ডাকার সাথে সাথে একে গ্রিডিরন নামের রাগবি খেলার সাথে তুলনা কর হয়। অথচ রাগবি খেলার সাথে ফুটবল খেলার কোন ধরনের সম্পর্ক নেই। যেখানে রাগবির বলটি ডিম্বাকার আর রাগবি খেলা হয়ে থাকে মূলত পায়ে। যুক্তরাষ্ট্রের মিশিগান ইউনিভার্সিটির নামতত্ত্ববিদ অধ্যাপক স্টেফান জিমানস্কি এই সম্পর্কিত কিছু তথ্যাবলী তুলে একটি গবেষণাপত্র তুলে ধরেন। তিনি বলেন, ফুটবলের এই নামকরণের ক্ষেত্রে ব্রিটিশদের দায়ী করেন। প্রায় ২০০ বছর আগে ফুটবলের দাপ্তরিক নাম ছিল ‘অ্যাসোসিয়েশন ফুটবল’ থেকেই সকার শব্দটির উৎপত্তি। তার মতে ব্রিটিশরা রাগবি খেলা আর ফুটবলকে পার্থক্য করার জন্য রাগবিকে বলতেন ‘রাগার’ আর ফুটবলকে বলতেন ‘সকার’। সকার শব্দটি এসেছে পায়ের মোজা থেকে পূর্বে বুট জুতার কোন প্রচলন ছিল না এক ধরনের মোজা পড়ে ফুটবল খেলা হতো। সেখান থেকেই ব্রিটিশরা বলতেন সকার।
কিন্তু ১৯৮০ সালের দিকে ব্রিটিশরা সকার শব্দটি ব্যবহার বন্ধ করে দেয়। কারণ তারা দেখতে পায় আমেরিকায় সকার শব্দটি জনপ্রিয়তা পেয়ে গিয়েছে। তারপর ব্রিটিশরা এই খেলাটিকে ফুটবল নামেই প্রচার শুরু করে যা সারাবিশ্বের মানুষের কাছে স্বীকৃতি পায়। এরফলে মার্কিনীদের সকার নামটি হাস্যরসের অন্তর্ভুক্ত হয়।
তথ্যসূত্রঃ বিজনেসইনসাইডার