দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ গতকাল সোমবার রাত ১টার ম্যাচে মুখোমুখি হয় ইরান ও নাইজেরিয়া। ‘এফ’ গ্রুপের এই দুই দলের লড়াই শেষ পর্যন্ত গোলশূন্য ড্র হয়েছে। এবারের বিশ্বকাপে গোল শূন্য ড্র এটিই প্রথম।
ইরান ও নাইজেরিয়া দুই দলেরই ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে এটি ছিল প্রথম ম্যাচ। আর সে কারণেই প্রথম ম্যাচে জয় পেতে মরিয়া ছিল দু’দলই। কিন্তু কাঙ্খিত জয়টি তুলে নিতে পারেনি কোনো দলই। নব্বই মিনিটের দীর্ঘ সময় গোলশূন্য থেকেই মাঠ ছাড়তে হয়েছে। গোলশূন্য ড্র এবারের ব্রাজিল বিশ্বকাপে এটিই প্রথম। আর তাই উভয় দলকে শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করে সন্তুষ্ট থাকতে হয়েছে।
প্রথমার্ধের লড়াইয়ে গোল না পেয়ে মরিয়া হয়ে ওঠে উভয় দল। আক্রমণের দিক দিয়ে গোলের সুযোগ অনেকবার পেয়েছিল এশিয়ার দেশ ইরান। কিন্তু তারা সে সুযোগটি কাজে লাগাতে পারেনি। অপরদিকে বলের দখল ছিল নাইজেরিয়ার। কিন্তু বাস্তবে কোনই কাজে আসেনি।
অবশ্য দ্বিতীয়ার্ধে আক্রমণের গতি বাড়ে। কিন্তু সেই আক্রমণে কেও কারো জালে বল ঢোকাতে পারেনি। যে কারণে শেষ পর্যন্ত গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় ইরান ও নাইজেরিয়াকে।