দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আশুলিয়ার নিশ্চিন্তপুরে গার্মেন্টসে আগুনের ঘটনাকে আসলেও আগুন- নাকি এটি পরিকল্পিত একটি হত্যাকাণ্ড তা নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে। বিভিন্ন সংবাদ সংস্থার অনলাইন নিউজে তেমনটিই আভাস দিয়েছে।
স্থানীয় পুলিশ আশুলিয়ার নিশ্চিন্তপুরের তাজরীন ফ্যাশন লিমিটেডের এই ঘটনাটি একটি নিছক দুর্ঘটনা হিসেবে নেয়নি। তারা মনে করছেন, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করেছে। মামলায় অগ্নিসংযোগের মাধ্যমে ১১৩ জনের মৃত্যু ছাড়াও অসংখ্য শ্রমিকের সাধারণ ও গুরুতর জখম করার অভিযোগ আনা হয়েছে।
বাংলাদেশ দণ্ডবিধির ৩২৩, ৩২৫, ৪৩৬, ৪০৪-এর-খ ও ৩৪ ধারায় মামলাটির বাদী আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) খায়রুল ইসলাম। মামলার তদন্তভার ন্যস্ত করা হয়েছে আশুলিয়া থানার পরিদর্শক তদন্ত মোস্তফা কামালকে।
এ ব্যাপারে ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মিজানুর রহমান বাংলানিউজকে মামলার বিষয়টি নিশ্চিত করে বলেছেন, “মামলার তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। যারা আগুন লাগিয়েছে তারা যতই শক্তিশালী হোন না কেন অবিলম্বে তাদের প্রত্যেককে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।” তবে এখন পর্যন্ত এ মামলায় সন্দেহভাজনদের কাউকে আটক করতে পারেনি পুলিশ।
পারিপার্শ্বিক নানা আলামত দেখেই পুলিশ মোটামুটিভাবে নিশ্চিত হয়েছে যে, পরিকল্পিতভাবেই এই ঘটনা ঘটানো হয়েছে।