দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ গত বৃহস্পতিবার প্রায় ৩০ মিনিটের জন্য সামাজিক যোগাযোগের সবচেয়ে বড় মাধ্যমে ফেসবুক ডাউন হয়ে গিয়েছিল। ফেসবুকের এই ডাউন হওয়ার ঘটনায় প্রতিষ্ঠানটির আর্থিক ক্ষতি হয়েছে প্রায় ৫০০,০০০ মার্কিন ডলার। প্রতিষ্ঠানটির মূল আয় এসে থাকে বিজ্ঞাপন থেকে কিন্তু ফেসবুক ডাউন থাকায় ব্যবহারকারীরা তাতে লগইন করতে পারে নি ফলে বিজ্ঞাপন আয়টি বন্ধ ছিল।
ফোর্বস এই ডাউন থাকা অবস্থায় ফেসবুকের আর্থিক ক্ষতির একটি হিসেব তুলে ধরে। তাতে তারা জানায় যে, এই ৩০ মিনিটের ডাউন অবস্থায় ফেসবুকের আর্থিক ক্ষতি প্রায় ৫ লক্ষ মার্কিন ডলার। এই বছরের প্রথম চতুর্ভাগে ফেসবুকের আয় ছিল ২.৫ বিলিয়ন মার্কিন ডলার। সে হিসেবে ফেসবুকের প্রতি ঘন্টার আয় প্রায় ১.৬ মিলিয়ন মার্কিন ডলার। এর ফলে প্রতিষ্ঠানটির ৩০ মিনিটে ক্ষতি প্রায় ৫০০,০০০ মার্কিন ডলার। ফেসবুকের এই ডাউন থাকার ঘটনায় তার পরদিন শুক্রবার যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টক এক্সচেঞ্জে ফেসবুকের শেয়ারের দাম অবদমিত হয়। স্টক এক্সচেঞ্জ গুলোতে শেয়ারের দাম প্রায় ১৪ শতাংশ অবদমিত হয়েছে। যার ফলে শেয়ারের দাম নেমে গিয়ে দাঁড়িয়েছে প্রায় ২৩ মার্কিন ডলার।
উল্লেখ্য যে এর আগে ২০১০ সালে ফেসবুক এই রকম বিভ্রাটের মাধ্যমে ২ ঘন্টা ৩০ মিনিট বন্ধ ছিল। এটিই ছিল এ যাবতকালের ফেসবুকের সবচেয়ে বড় ডাউন অবস্থা। কিন্তু সেই ডাউন অবস্থায় ফেসবুক এত আর্থিক ক্ষতির মুখোমুখি হয়নি যা এবারের ৩০ মিনিটের ডাউনে আর্থিক ক্ষতি হয়েছে। সাম্প্রতিক ফেসবুক প্রায় ১৯ বিলিয়ন মার্কিন ডলার ব্যয় হোয়াটস অ্যাপ কিনে নেয়।
তথ্যসূত্রঃগার্ডিয়ান