রান্নার যে ভুলের কারণে আপনার খাবারটি অস্বাস্থ্যকর হয়ে যেতে পারে

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ রান্নার সময়ে ছোটখাট কিছু ভুলের কারণে আমরা স্বাস্থ্যকর কোন খাবারকে অস্বাস্থ্যকর করে ফেলি। ‘ডায়েট মিল’ তৈরির সময় এমন কিছু ভুল সাধারণত আমাদের হয়ে থাকে যা আমরা নিজেরাও জানি না। এই ভুলগুলো এড়িয়ে যেতে পারলেই নিজের তৈরি খাবারে খুব সহজেই কমানো যাবে বাড়তি ওজন।


সাম্প্রতিক ওমেনসহেলথ ডটকম ম্যাগাজিনের এক প্রতিবেদনে বিশ্বখ্যাত পুষ্টিবিদ রানিয়া বাটাইনা এমনই কিছু খাবারের ভুলের কথা তুলে ধরেন। তিনি পুষ্টিকর রান্নার ক্ষেত্রে প্রথমে জোর দেন রান্নার তেলের উপর। খাবার রান্নার সময় সঠিক তেল বাছাই করা খুবই জরুরি। কারণ ভুল তেল খাবারের স্বাদ নষ্ট করার পাশাপাশি পুষ্টিগুণও অনেক কমিয়ে আনে। এই বিখ্যাত পুষ্টিবিদ তার এই প্রতিবেদনে আরো জানান, সালাদে ব্যবহারের জন্য ওয়ালনাট এবং অলিভ অয়েল বেশি উপকারী। খাবারের ক্যালরির প্রসঙ্গে বাটাইনা মনে করেন,’খাবারে ক্যালরির পরিমাণ কমাতে ভাজার চাইতে বেইক করা ভালো’। এছাড়া ওভেনে রান্নার সময় অবশ্যই একটি রোস্টিং প্যান বা তারের জালির উপর মাংস বা মাছ বেইক করতে হবে। এতে চর্বি গলে নিচে পড়ে যাবে। সাধারণ প্যানে বেইক করলে চর্বির অংশ পুরোটাই খাবারের ভিতরে শুষে যায়। এই অতিরিক্ত পরিমাণ চর্বি আপনার হৃদপিণ্ডের জন্য অনেক ক্ষতিকর। তাছাড়া এই চর্বি আপনার ডায়েটের জন্য বেশি ক্ষতির কারণ হতে পারে। অতিরিক্ত চিনি, লবণ, ঘি বা বাটারজাতীয় উপাদান ব্যবহার খাবারের পুষ্টিগুণ কমিয়ে দিতে পারে। অনেকের মধ্যে যেকোনো পুষ্টিকর খাবারকে অতিরিক্ত মিষ্টি করার মাধ্যমে উপাদেয় করার প্রবণতা থাকে। যেকোনো উপাদান অতিরিক্ত মাত্রায় ব্যবহারের ফলে ক্ষতির কারণ হতে পারে। সেই সঙ্গে এইসব উপাদান মোটা হওয়ার কারণ হয়ে দাঁড়ায়। পুষ্টিকর খাবারে সকল উপাদানের মাত্রিক পরিমাণ হবে সুষম।

খাবারে মসলা ব্যবহার করা প্রসঙ্গে পুষ্টিবিদ বাটাইনা বলেন, খাবারে স্বাদ বাড়ানোর জন্য বিভিন্ন ধরনের মসলা ব্যবহার করা যেতে পারে। তবে তা অবশ্যই একটি নির্দিষ্ট পরিমাণ মতো হতে হবে। বিভিন্ন লতাপাতা, যেমন: পুদিনা, লেটুস বা ধনেপাতা খাবারের স্বাদ বাড়িয়ে দেয় বহুগুণ। পাশাপাশি ওজন কমাতে এবং খাবারের পুষ্টিগুণ বাড়াতেও কার্যকর এইসব হার্বসগুলো। আমাদের দেশে একটি প্রচলিত ধারণা হলো, বেশি তেল দিয়ে রান্না করলেই খাবার সুস্বাদু হয়। কিন্তু বাটাইনা বলেন, রান্নার পাত্রে খাবার লেগে যাওয়া থেকে বাঁচাতে ঠিক যতটুকু তেল প্রয়োজন ততটুকুই ব্যবহার করা উচিত। এর থেকে বেশি তেল ব্যবহার করা কখনোই ঠিক নয়।

This post was last modified on জানুয়ারী ২৩, ২০২৪ 11:03 পূর্বাহ্ন

K. A. B Tohin

Recent Posts

বরফে আচ্ছাদিত রাস্তা

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫ খৃস্টাব্দ, ২৩ অগ্রাহায়ণ ১৪৩২…

% দিন আগে

শীতে ঠোঁট ফাটা হতে রক্ষা পেতে করণীয়

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শীতকালে বাতাসের আর্দ্রতা কমে যাওয়া এবং ঠাণ্ডা হাওয়ার কারণে মুখের…

% দিন আগে

নাসার রোভার মঙ্গল গ্রহে বজ্রপাতের সম্ভাব্য শব্দ ধারণ করলো

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্কিন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা পরিচালিত পারসিভিয়ারেন্স রোভার সম্প্রতি…

% দিন আগে

স্বাস্থ্য সচেতন হতে হলে আপনাকে অবশ্যই পেয়ারা খেতে হবে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ স্বাস্থ্য সচেতন জীবনের অন্যতম শর্ত হলো সঠিক খাবার বেছে নেওয়া।…

% দিন আগে

ভারতের দক্ষিণি সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানার না বলা কথা

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভারতের দক্ষিণি সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা তার জীবনের অভিজ্ঞতার…

% দিন আগে

যুক্তরাষ্ট্রে বিক্রির জন্য ‘মেঘে ভাসমান’ বাড়ি!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের এক বাসিন্দা তার বাড়ি বিক্রির বিজ্ঞাপনে লিখেছেন-“ফ্লোটিং…

% দিন আগে