দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মাছের রাজা ইলিশ এ কথাটি প্রবাদ বাক্যের মতো হলেও এর যথার্থতা রয়েছে। সম্প্রতি এক অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর দেওয়া তথ্যে জানা যায়, বিশ্বে উৎপাদিত ইলিশের ৬০ শতাংশই বাংলাদেশে উৎপাদন হয়।
‘অন্ন বস্ত্র বাসস্থান, মাছ চাষে সমাধান’ এই স্লোগানকে সামনে নিয়ে শুরু হওয়া জাতীয় মৎস্য সপ্তাহ। জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সম্প্রতি মৎস্য অধিদফতরের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক ইলিশ মাছ সম্পর্কে বলেছেন, ইলিশ মাছ উৎপাদনের সফলতা বজায় রাখতে ১৫টি জেলায় ২ লাখ ২৪ হাজার ১০২টি জেলে পরিবারকে আর্থিক সহযোগিতা করা হয়েছে। তিনি বলেনে, ২০১২-১৩ অর্থবছরে মৎস্য ও মৎস্যজাত পণ্য রপ্তানি করে আয় হয়েছে ৪ হাজার ৩১৩ কোটি টাকা।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, বিশ্বের ৬০ শতাংশ ইলিশ মাছ একমাত্র বাংলাদেশে উৎপাদন হয়। দেশে মোট মৎস্য উৎপাদনে ইলিশের অবদান ১০ শতাংশ। ইলিশ মাছ জিডিপিতে অবদান রাখছে ১ শতাংশ হারে। তিনি বলেন, যেখানে ২০০৮-০৯ অর্থবছরে ইলিশের উৎপাদন ছিল ৩ লাখ মেট্রিক টন। সেটি বেড়ে ২০১২-১৩ অর্থবছরে উৎপাদন সাড়ে ৩ মেট্রিক টনে উন্নীত হয়েছে। ক্রমেই বাড়ছে ইলিশের উৎপাদন। ইলিশের উৎপাদন বাড়ানোর জন্য সরকারি নীতিমালা আমরা বাস্তবায়ন করছি। যে কারণে ভবিষ্যতে ইলিশের উৎপাদন আরও বাড়ানো সম্ভব হবে।
মৎস্য ও প্রাণিসম্পদ আরও বলেছেন, মৎস্য খাত অতীতের চেয়ে এখন অনেক ভালো অবস্থানে রয়েছে। এই খাতে আরও সফলতা নিয়ে আসার জন্য অনেক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেয়া হয়েছে। গত ৫ বছরে মৎস্য উৎপাদনে গড় প্রবৃদ্ধি অর্জন হয়েছে ৫ দশমিক ৮৮ শতাংশ।